গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর শাহআলী দিয়াবাড়ি এলাকায় সেলিম (৩০) নামে এক লেগুনা গাড়ির মালিককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে দিয়াবাড়ি মোড় এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।
শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, সকালে দিয়া বাড়ি মোড়ে একটি ট্রাক সেলিমের লেগুনাকে ধাক্কা দেয়। এতে লেগুনার কিছুটা ক্ষতি হওয়ায় মালিক সেলিম ও ওই ট্রাক চালকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
ওসি আরো জানান, পরে সেখান থেকে আহত অবস্থায় সেলিমকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘাতক ট্রাক চালক পলাতক। নিহত সেলিমের শরীরে কি ধরণের আঘাত রয়েছে ও ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান তিনি। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।