Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মিষ্টি কম হওয়ায় পিটিয়ে হত্যা

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ৩:১৮ পিএম

বগুড়ার ধুনটে মিষ্টি বিতরণ অনুষ্ঠানে আলমগীর হোসেন (৪৫) নামের এক কাঠ মিস্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে তার স্বজনরা।

১১ অক্টোবর মঙ্গলবার রাতে ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডহরী গ্রামে হত্যাকান্ডটি ঘটে। নিহত আলমগীর হোসেন পশ্চিম গুয়াডোহরী গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি পেশায় কাঠ মিস্ত্রি। ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, আলমগীরের ভাতিজা সজীবের কন্যা সন্তান জন্ম গ্রহন করায় রাত আনুমানিক ৯ টায় আত্মীয় স্বজনদের মাঝে মিষ্টি বিতরন করতে যায় সে। বিতরন কালে মিষ্টি কম পড়ে যায়। এনিয়ে তর্ক বিতর্কের জের ধরে আলমগীর হোসেনকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ধুনট থানার উপ-পরিদর্শক রুহুল আমিন বলেন, রাতেই আলমগীরের মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিটিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ