Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

৯৫ শতাংশ সউদী নাগরিকই ক্রাউন প্রিন্সের প্রতি সন্তুষ্ট

১৮ বছর এবং তদূর্ধ্ব বয়সী নারী-পুরুষ জরিপে অংশ নেয়

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সউদী আরবের সিংহভাগ নাগরিকই বর্তমান ক্রাউন প্রিন্সের ওপর বেশ সন্তুষ্ট। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ওপর সমর্থন রয়েছে ৯৪ দশমিক ৪ ভাগ মানুষের। স¤প্রতি পরিচালিত এক জরিপ থেকে এ তথ্য জানা গেছে। জরিপে দেখা যায়, ৯২ ভাগ মানুষই মনে করেন মোহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্স হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত সঠিক। এর ফলে ভবিষ্যতে তরুণদের কর্মসংস্থান বাড়বে। ৮৮ ভাগ মানুষ মনে করেন নেতৃত্ব দেয়ার অসামান্য ক্ষমতার অধিকারী ক্রাউন প্রিন্স সালমান। জরিপে অংশ নেয়া লোকজনকে মুখোমুখি প্রশ্ন করে বিভিন্ন বিষয়ে উত্তর নেয়া হয়। সউদীর বিভিন্ন স্থানের ১৮ বছর এবং তার বেশি বয়সী সমান সংখ্যক নারী এবং পুরুষ ওই জরিপে অংশ নেয়। জরিপে অংশ নেয়া ৯১ দশমিক ৭৫ ভাগ মানুষই নারীদের ক্ষমতায়ন এবং তাদের বিভিন্ন অধিকার দেয়ার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এর আগে গত সেপ্টেম্বরে সউদী আরবের জাতীয় দিবস উপলক্ষে রিয়াদের একটি স্টেডিয়ামে নারীদের প্রবেশের অনুমতি দেয়া হয়। সামনের বছর থেকে নারীদের বিভিন্ন স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দেয়া হবে বলেও ঘোষণা দেয়া হয়। দেশের সামাজিক এবং অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে বেশ কিছু আধুনিক সিদ্ধান্ত নিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। গত জুনে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয় সউদী আরব। জরিপে অংশ নেয়া ৯৫ দশমিক ২৫ ভাগ মানুষই ভিশন ২০৩০ কে অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। ভিশন ২০৩০য়ের লক্ষ্য হচ্ছে বিশ্বে অর্থনীতিতে একটি শক্তিশালী দেশ হিসেবে সউদীকে প্রতিষ্ঠা করা। জরিপের ৯৭ দশমিক ৫ ভাগ মানুষ দুর্নীতিবিরোধী অভিযানের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া ৯২ ভাগ মানুষ যুবকদের কর্মসংস্থানে ক্রাউন প্রিন্সকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করেন এবং ৮০.২৫ ভাগ নতুন গৃহীত সিদ্ধান্তের সমর্থন করেন। অপরদিকে, ৯৯ ভাগই অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে গুুরুত্ব দেন, ৯৮ ভাগ অভ্যন্তরীণ হুমকি থেকে প্রতিরক্ষার বিষয়কে গুরুত্ব দেয় এবং ৮৮ ভাগ নাগরিকই মনে করেন যে সউদীকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সব ধরনের ক্ষমতা রয়েছে ক্রাউন প্রিন্সের। সউদী গেজেট।



 

Show all comments
  • শাহে আলম ১ ডিসেম্বর, ২০১৭, ৯:২৯ এএম says : 0
    সউদী আরবে শান্তি বজায় থাকুক এটা আমরা সবাই চাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ