Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিরিয়ার প্রতি আরব বিশ্বের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা প্রয়োজন : সউদী পররাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫২ এএম

সিরিয়ার প্রতি আরব বিশ্বের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রী রাজকুমার ফয়সাল বিন ফারহান আল সৌদ। গতকাল রোববার মিউনিখ নিরাপত্তা ফোরামে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আরব বিশ্ব থেকে সিরিয়াকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা কোনো কাজে আসছে না। আমাদের বরং দামেস্কের সঙ্গে আলোচনার চেষ্টা করা উচিত। বিশেষ করে মানবাধিকার ইস্যু ও শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার মতো বিষয়গুলোতে।
সিরিয়ায় একযুগ ধরে চলা গৃহযুদ্ধে সউদী আরবসহ বেশ কয়েকটি আরব দেশ বাশার আল-আসাদের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীদের সমর্থন করছে। বর্তমানে এ দৃষ্ঠিভঙ্গি পাল্টানোর ইঙ্গিত দেন তিনি।
তিনি বলেন, শুধু উপসাগরীয় দেশগুলো নয় বরং আরব বিশ্বের অন্যান্য দেশগুলোর দৃষ্টিভঙ্গিও পরিবর্তিত হচ্ছে। সিরিয়ার বিরুদ্ধে চলমান অবস্থান কার্যকর হচ্ছে না। রাজনৈতিকভাবে সর্বোচ্চ সমাধানের পথ ছাড়াই বর্তমানে আরেকটি পদ্ধতি গ্রহণ করা হচ্ছে। এতে পার্শ্ববর্তী দেশগুলোতে সিরীয় শরণার্থী সমস্যা, সাধারণ নাগরিকদের দুর্ভোগ বিশেষ করে ভূমিকম্পের পর আক্রান্তদের দুর্ভোগকে চিহ্নিত করা হচ্ছে।
সউদী পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ পরিস্থিতিতে আমাদের দামেস্কের সরকারের সঙ্গে এমনভাবে আলোচনা করা উচিত যাতে গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলো অর্জন করা যায়। বিশেষ করে মানবিক কারণ ও শরণার্থীদের প্রত্যাবর্তন ইত্যাদি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ