Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হরতাল সমর্থকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, সাভার থেকে | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৭, ১১:১৪ এএম

বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত ও চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী তিনটি বামপন্থী দলের অর্ধদিবস হরতালের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোট।
বৃহস্পতিবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে বিক্ষোভকারীরা ঢাকা-আরিচা মহাসড়কের প্রান্তিক গেট এলাকায় টায়ার জ্বালিয়ে এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।
এ সময় মহাসড়কের দু’পাশে হাজার হাজার গাড়ি আটকা পড়ে। স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েন। পরে আশুলিয়া থানা পুলিশ ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভ মিছিলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম বলেন, সরকার গায়ের জোরে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। বিদ্যুতের দাম বাড়ানোর সাথে সাথে বাড়িভাড়া, পানির দামসহ নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসের দাম বাড়বে। এতে চরম বিপাকে পড়বে জনগণ। জনগণের ওপর এই চরম আঘাত মেনে নেয়া যায় না।
এদিকে হরতালে যেকোনো নাশকতা এড়াতে সাভার ও আশুলিয়ায় মহাসড়কগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক অবরোধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ