নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিপিএল চট্টগ্রাম পর্বে গত দুইদিনের খেলাগুলোতে দর্শকদের ঢল নেমেছিল। দর্শকরা উপভোগ করেছিল খেলাগুলো। গতকাল ছিলনা কোন খেলা। ফলে স্টেডিয়াম এলাকার পরিবেশ ছিল একেবারে নিরব নিস্তব্ধতা। একদিন বিরতির পর আজ থেকে আবার শুরু হচ্ছে বিপিএল লড়াই। আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দু’টি ম্যাচ। দুপুর ১টায় চট্টগ্রাম জহুর স্বাগতিক চট্টগ্রাম খেলবে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে এবং সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে রাজশাহী ও খুলনা টাইটান্স। ৮ ম্যাচ শেষে ৫ জয়ে ১১ পয়েন্ট নিয়ে সবার উপরে খুলনা। সমানসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে রাজশাহী কিংস। এ ম্যাচটি রাজশাহীর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবারের আসরে প্রথম পর্বে রাজশাহীকে ২ উইকেটে হারিয়েছিলো খুলনা। গতকাল এ দু’টি দল এমএ আজিজ স্টেডিয়ামে করেছে অনুশীলন। পয়েন্ট টেবিলে সবার উপরে থাকা খুলনার টার্গেট রাজশাহীর বিপক্ষে জয়ী হয়ে শীর্ষে থাকা। অপরদিকে শেষ চারে যেতে হলে রাজশাহীও আজকের ম্যাচে জয় পেতেই হবে। তাই আজকের ম্যাচটি উভয় দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম পর্বে নিজেদের স্ব স্ব ম্যাচে দু’টি দলই জয় পেয়েছিল। আগের ম্যাচে জয় পাওয়ায় দু’দলের আত্মবিশ্বাস তুঙ্গে। তাই ম্যাচটিতে জমজমাট লড়াই হবে বলেই মনে করা হচ্ছে। ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে পেঁৗঁছে যায় খুলনা। রাজশাহী ৮ ম্যাচ শেষে তিন জয় নিয়ে ছয়ে অবস্থান করছে।
এমএ আজিজ স্টেডিয়াম অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের খুলনার পেসার আবু জায়েদ রাহী বলেছেন, ‘আগামীকালের (আজ) ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খেলোয়াড়রা মাঠে শতভাগ উজাড় করে খেলতে পারলে জয়ের দেখা পাব। তাই ম্যাচটি জিততে চাই এবং শীর্ষস্থানও ধরে রাখতে পারব। শীর্ষস্থানে থাকলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পরবর্তী ম্যাচের একটু ঝুঁকি কম থাকে। জায়েদ বলেন, ম্যাচ বাই ম্যাচ জিতে শেষ চারে নিশ্চিত করতে চাই আমরা। অপরদিকে রাজশাহীর টার্গেটও শেষ চারে যাওয়া। এ ম্যাচ প্রসঙ্গে রাজশাহীর ব্যাটসম্যান মুমিনুল হক বলেন, ‘উভয় দলের জন্য ম্যাচটি চ্যালেঞ্জিং। কারণ ওরা পরাজিত হলে খুব বেশি ভালো অবস্থানে থাকবে না। আর আমরা এরই মধ্যে তিনটি ম্যাচ জিতে গেছি। পরিকল্পনামতো ভালো খেলতে পারলে আগামীকালের (আজ) ম্যাচে জিতবো ইনশাআল্লাহ। ইতোপূর্বে দলের অবস্থান তেমন ভাল ছিল না। চট্টগ্রামে এসে গত ম্যাচটি জিতে আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে।’
চট্টগ্রাম পর্বের প্রথম দিন স্বাগতিকরা ৪০ রানে হারায় সিলেট সিক্সার্সকে। আর পরদিনই রোমাঞ্চকর এক ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৩ উইকেটে হেরে যায় চিটাগং। ঘরের মাঠে এক ম্যাচ হেরে গেলেও একটি জয় পাওয়াতে যেন বেশ স্বস্তির হাওয়া বইছে ভাইকিংস শিবিরে। গতকাল তাদের দেখা যায়নি বিশেষ কোন অনুশীলন করতে। শেষ চারে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে পূর্ণ ২ পয়েন্ট পেতে হবে চিটাগংকে। লিগ পর্বে আর মাত্র ৪টি ম্যাচ রয়েছে তাদের। আগের ৮ খেলায় অংশ নিয়ে ২ জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে মিসবাহ-তাসকিনদের দল।
তবে আজ তাদের প্রতিপক্ষ তারকাসমৃদ্ধ দল ঢাকা ডায়নামাইটস কিন্তু বেশ ঘাম ঝরিয়েছে জয়ে ফিরতে। শেষ চারে যাবার দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে ঢাকা। ৮ খেলায় ৪ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে রয়েছে ঢাকা। চিটাগং-এর বিপক্ষে ঢাকার প্রথম পর্বের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিলো। সেই ক্ষতি পুষিয়ে চট্টগ্রামেই ঘুরে দাঁড়াতে মরিয়া ঢাকা।
টি-টোয়েন্টি মানেই রানের ফোয়ারা বইবে; কিন্তু সিলেট ও ঢাকায় বিপিএল এতটা রান দেখেনি। সে তুলনায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়িামে প্রথম থেকেই রানের ফোয়ার বইছে। এ কথা স্বীকার করলেন ঢাকা ডায়নামাইটসের ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকতও। গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে অনুশীলনের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘এখানে উইকেটগুলো খুব ভাল। প্রত্যেকটা উইকেটে ১৭০-৮০ করে রান হচ্ছে। এটা আমাদের জন্য খুবই ভাল। আমরা ভাল একটা উইকেট পাচ্ছি। ঢাকা এবং সিলেটের চেয়েও ভাল উইকেট চট্টগ্রামে। আমাদের দলে বিশ্বমানের বেশ কিছু ব্যাটসম্যান আছে, যারা একাই ম্যাচের গতিপথ পরিবর্তন করে দেবার জন্য যথেষ্ট।’
শেষ দুই ম্যাচ হারলেও তার মানে এই নয় যে ঢাকা ডায়নামাইটস আসর থেকে ছিটকে পড়েছে। তেমনটাই মনে করেন মোসাদ্দেক, ‘আসলে শুরু থেকেই লক্ষ্য, আমরা চ্যাম্পিয়ন হবো। আমরা আসরের বর্তমান চ্যাম্পিয়ন। আর আমাদের দলটাও বেশ ভাল অবস্থায় আছে। এখন পর্যন্ত বিষয় হলো, আমরা শেষ দুই ম্যাচ হেরে গেছি। এর মানে এই নয় যে, আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছি। কাজেই আমাদের সামনে এখন সুযোগ আছে ভাল খেলার। ইনশাআল্লাহ আমরা ভালভাবে ফিরে আসবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।