মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যাকে ঘিরে ‘লাভ জিহাদ’ বিতর্কে তোলপাড় ভারতের কেরল রাজ্য, সেই হাদিয়া প্রকাশ্যে বলেছেন, তিনি নিজের ইচ্ছায় মুসলিম হয়েছেন। কেউ তাকে বাধ্য করেননি মুসলিম হতে। তিনি স্বামীর কাছে ফিরে যেতে চান। গত শনিবার কোচি বিমানবন্দরে এ কথা বললেন হাদিয়া। এ দিন দিল্লি গেলেন তিনি। ধর্মান্তর হওয়া নিয়ে এক মামলায় গত সোমবার সুপ্রিম কোর্টে তার শুনানির দিন রয়েছে। আদালতে হাজিরার জন্য কড়া পুলিশ পাহারায় দিল্লি নিয়ে যাওয়া হলো হাদিয়াকে। হাদিয়ার বক্তব্য শুনতে চায় সর্বোচ্চ আদালত। গত শুক্রবার হাদিয়ার স্বামী শাফিন জাহান অভিযোগ করেন, হাদিয়াকে এখন হিন্দু বানানোর চেষ্টা হচ্ছে। গত বছর শাফিনকে বিয়ে করার সময় হাদিয়ার বয়স ছিল ২৪। নাম ছিল আকিলা অশোকান। তার পরেই হাদিয়ার বাবা কেরলা হাইকোর্টে একটি মামলা করেন। তার অভিযোগ ছিল, জঙ্গিরা চক্রান্ত করে তার মেয়ে আকিলার (এখন হাদিয়া) ধর্মান্তকরণ ঘটিয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) এখন তার তদন্ত করছে। হাইকোর্ট হাদিয়ার বিয়ে বাতিলের নির্দেশ দেয়। এই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান হাদিয়ার স্বামী শাফিন। শীর্ষ আদালতে হাদিয়ার স্বামী জানান, বিয়ের দুই বছর আগে স্বেচ্ছায় মুসলিম হন হাদিয়া। তাকে মুসলিম হতে কেউ বাধ্য করেননি। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।