Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে আরো পরমাণু চুল্লি বানাবে চীন

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

২০৩০ সালের মধ্যে চাহিদার ২০ শতাংশ পর্যন্ত উন্নীতের পরিকল্পনা
পাকিস্তানের তৃতীয় বৃহত্তম পারমাণবিক চুল্লি নির্মাণের জন্য চুক্তি সই করেছে চীন। দক্ষিণ এশিয়ার দেশটি ২০৩০ সালের মধ্যে তার বিদ্যুৎ চাহিদার এক-পঞ্চমাংশ পারমাণবিক শক্তি থেকে পূরণের পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে গত শুক্রবার দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। রয়টার্স জানায়, শিল্প লবি ‘ওয়ার্ল্ড নিউক্লিয়ার এসোসিয়েশন’ পরিচালিত ওয়ার্ল্ড নিউক্লিয়ার নিউজ (ডবিøউএনএন)’র এক খবরে বলা হয় যে, পাঞ্জাবের চশমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১,০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এইচপিআর-১০০০ ‘হুয়ালং ওয়ান’ পামাণবিক চুল্লি নির্মাণের জন্য দেশটির পারমাণবিক শক্তি কমিশন (পিএইসি)’র সঙ্গে চীনের ন্যাশনাল নিউক্লিয়ার কোঅপারেশন (সিএনএনসি) চুক্তি সই করেছে। বর্তমানে চশমা কেন্দ্রে চীনের নির্মিত চারটি ছোট আকারের, মাত্র ৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পারমাণবিক চুল্লি দিয়ে পাকিস্তান বিদ্যুৎ উৎপাদন করছে। এগুলো থেকে চাহিদার মাত্র ৫ শতাংশ পূরণ হয়। দেশটি ২০৩০ সালের মধ্যে তার পারমাণবিক বিদ্যুৎ সামর্থ্য ৮,৮০০ মেগাওয়াট বা চাহিদার ২০ শতাংশ পর্যন্ত উন্নীত করার পরিকল্পনা করেছে। চীন ইতোমধ্যে আরো দুটি ‘হুয়ালং ওয়ান’ চুল্লি নির্মাণের কাজ করছে। এগুলোর প্রতিটির ক্ষমতা ১,১০০ মেগাওয়াট। বন্দরনগরী করাচির কাছে এগুলো নির্মাণ করা হচ্ছে এবং এগুলো যথাক্রমে ২০২০ ও ২০২১ সাল নাগাদ চালু হবে বলে আশা করা হচ্ছে। পিএইসি’র চেয়ারম্যান মুহাম্মদ নাঈম গত মাসে রয়টার্সকে জানিয়েছিলেন যে চশমা কেন্দ্রের চুল্লি নিয়ে চুক্তি স্বাক্ষরের চূড়ান্ত পর্যায়ে আছে। এর কাজ সম্পন্ন হলে পাকিস্তানের পারমাণবিক বিদ্যুৎ সামর্থ্য ৫,০০০ মেগাওয়াটে উন্নীত হবে। এছাড়া ২০৩০ সালের মধ্যে আরো ৩-৪টি পারমাণবিক বিদ্যুৎ চুল্লি নির্মাণের পরিকল্পনা করেছে পাকিস্তান। পাকিস্তানকে বর্তমানে জ্বালানির জন্য আমদানি করা তেলের ওপর নির্ভর করতে হচ্ছে। দেশটির চার-ভাগের এক ভাগ জনসংখ্যা বিদ্যুৎ সুবিধাবঞ্চিত। তৃতীয় প্রজন্মের হুয়ালং চুল্লিতে বাড়তি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। চীনে এর নির্মাণ কাজ চলছে এবং ২০২১ সাল নাগাদ তা চালু হবে বলে আশা করা হচ্ছে। চীনের জেনারেল নিউক্লিয়ার কর্পোরেশন (সিজিএন)সহ অন্যান্য বড় পারমাণবিক চুল্লি বিক্রেতা এবং ফ্রান্সের ইডিএফ মিলে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের ব্রাডওয়েল-এ একটি হুয়ালং চুল্লি নির্মাণ করছে। বৃটেনের পারমাণবিক কর্তৃপক্ষ এই চুল্লির জেনেরিক ডিজাইন এসেসমেন্ট করছে। এতে পাঁচ বছর সময় লাগতে পারে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ