মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, তিব্বত-সম্পর্কিত ইস্যু সম্পূর্ণরূপে চীনের অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে বাইরের কোনো দেশ বা শক্তির হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
তিব্বতের মানবাধিকার ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মন্তব্য ও চীনা কর্মকর্তাদের ওপর আরোপিত তথাকথিত নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ওয়াং ওয়েন পিন এ মন্তব্য করেন।
মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আইন তথাকথিত মানবাধিকারের অজুহাতে চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে। এ আইন চীনের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ, যা স্পষ্টভাবে আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন। এতে চীন-মার্কিন সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে ও তীব্র নিন্দা জানায়।
মুখপাত্র আরও বলেন, নিজের ইচ্ছামাফিক অন্য দেশের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপের কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই। অবিলম্বে তথাকথিত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় বেইজিং। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।