মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জন্মহার বাড়ানোর জন্য নতুন নীতি প্রণয়ন করতে যাচ্ছে চীন। রোববার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘোষণা দিয়েছেন। শি জানিয়েছেন, নীতিনির্ধারকরা চিন্তিত যে চীনের জনসংখ্যার আসন্ন হ্রাস বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তিনি বলেছেন, ‘আমরা জন্মহার বাড়ানোর জন্য একটি নীতি তৈরি করব এবং বয়স্ক জনগোষ্ঠীর জন্য সক্রিয় জাতীয় কৌশল অনুসরণ করব।’ চীনের বর্তমান জনসংখ্যা ১৪০ কোটি। তবে দেশটিতে চলতি বছর জন্মহার একেবারেই কমে যাবে, যা এ যাবৎকালের সর্বনিম্ন রেকর্ড হতে পারে। দেশটির জনসংখ্যাবিদরা জানিয়েছেন, গত বছর চীনে এক কোটি ৬০ লাখ শিশুর জন্ম হয়েছিল। তবে চলতি বছর তা কমে এক কোটির নিচে নেমে আসবে। ইতোমধ্যে জন্মহার ২০২০ সালের তুলনায় ১১ দশমিক ৫ শতাংশ কমে গেছে। ১৯৮০ থেকে ২০১৫ সাল পর্যন্ত এক সন্তান নীতি কার্যকর ছিল চীনে। দেশটিতে জন্মহার কমে যাওয়া এবং বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যাওয়ায় আগের অবস্থান থেকে সরে আসে দেশটি। বর্তমানে দেশটিতে তিন সন্তান নীতি কার্যকর থাকলেও অর্থনৈতিক কারণে দেশটির দম্পতিদের মধ্যে সন্তান গ্রহণের আকাঙ্খা হ্রাস পেয়েছে। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।