বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় গুলি করে অনুপ দাস (২৬) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর দৌলতপুর থানার পাবলা সবুজ সংঘের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত অনুপ দাস পাবলা তিন দোকানের মোড়ের বেহারা এলাকার সাধন দাসের ছেলে। তিনি নগরীর পাবলা এলাকার একজন চিহ্নিত মাদক বিক্রেতা ও ছিনতাইকারী। পুলিশের গ্রেফতারের ভয়ে তিনি বেশিরভাগ সময় একই এলাকায় শ্বশুর বাড়িতে আত্মগোপন করে থাকতেন।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তাকে অজ্ঞাত ব্যক্তিরা পাবলা সবুজ সংঘের পাশের কেশব লাল রোডে গুলি চালিয়ে হত্যা করে। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, নিহত অনুপের বুকের ডান পাশে ও হাতে দুটি গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে হত্যা করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা এবং হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।