Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেনিয়ার সুপ্রিম কোর্টে কেনিয়াত্তার বিজয় বহাল

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কেনিয়ার সুপ্রিম কোর্ট গতকাল (সোমবার) দেশটিতে ২৬ অক্টোবর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বহাল রেখেছে। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে উহুরু কেনিয়াত্তার বিজয়ের বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে দুই দফা পিটিশন দাখিল করা হয়। সুপ্রিম কোর্ট পিটিশন দুটি খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি ডেভিড মারাগা বলেন, ‘আদালত সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্তে পৌঁছেছে যে পিটিশনগুলোর কোন গ্রহণযোগ্যতা নেই। এই কারণে ২৬ অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বহাল রাখা হলো।’ আদালতের এই আদেশের ফলে ২৮ নভেম্বর কেনিয়াত্তার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পথে কোন বাধা থাকলো না। গত আট আগস্ট প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন উহুরু কেনিয়াত্তা বিজয়ী হলেও উহুরুর প্রধান প্রতিদ্ব›দ্বী মারাগা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন। ভোট গ্রহণ প্রক্রিয়ায় অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ এনে তা বাতিল করে দেশটির সুপ্রিম কোর্ট। এরপর কেনিয়ার নির্বাচন কমিশন ২৬ অক্টোবর পুনর্নির্বাচনের তারিখ ঘোষণা করে। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপ্রিম কোর্টে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ