Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবকাশকালীন বেঞ্চ গঠন সুপ্রিম কোর্টে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

দুই সপ্তাহের জন্য হাইকোর্ট বিভাগের ‘অবকাশকালিন বেঞ্চ’ গঠন করা হয়েছে। গতকাল রোববার এ বিষয়ে সার্কুলার জারি করা হয়। আজ ( ৫ আগস্ট, সোমবার) থেকে ১৮ আগস্ট পর্যন্ত ঘোষিত অবকাশকালে এসব বেঞ্চে বিচার কার্যক্রম চলবে।
সুপ্রিমকোর্ট প্রশাসন সূত্র জানায়, গতকাল রোববার ছিলো অবকাশের আগে শেষ কার্যদিবস। ৪ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সাপ্তাহিক ছুটি, ঈদ উল আযহার ছুটিসহ সরকার ঘোষিত অন্যান্য ছুটি এবং কোর্টে অবকাশের কারণে টানা ১৪ দিন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামি ১৮ আগস্ট থেকে নিয়মিত বিচারিক কার্যক্রম যথারীতি শুরু হবে। এসময়ে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকলেও আপিল ও হাইকোর্ট বিভাগে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য ‘অবকাশকালীন বেঞ্চ’ গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এসব বেঞ্চ গঠিন করেন। হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫টি ডিভিশন বেঞ্চ এবং ৩টি একক অবকাশকালিন বেঞ্চ গঠন করা হয়েছে। বিচারপতি এস. এম. এমদাদুল হক এবং বিচারপতি এস. এম.কুদ্দুস জামানের ডিভিশন বেঞ্চ, বিচারপতি শেখ মো. জাকির হোসেন এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ ফৌজদারি বিষয়ে বিচার করবেন। বিচারপতি বোরহান উদ্দিন এবং বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান দেওয়ানি মামলার শুনানি করবেন। বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি এস. এম মনিরুজ্জামান এবং বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর ডিভিশন বেঞ্চ রিট মোশনসহ রিটের শুনানি নেবেন। বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চে দেওয়ানি বিষয়ে, বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চে ফৌজদারি এবং বিচারপতি মুহাম্মদ খরশীদ আলম সরকারের একক বেঞ্চে আদি অধিক্ষেত্রাধীন বিষয়, সাকসেশন আইন, দেয়ানি সংক্রান্ত বিভিন্ন বিষয়াদির ওপর শুনানি নেবেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপ্রিম কোর্টে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ