Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমিয়াতুল মোদার্রেছীনের বরিশাল আঞ্চলিক সম্মেলন সফল করার জন্য সভা

শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের লক্ষ্যে

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইবতেদায়ী থেকে কামিল পর্যন্ত মাদরাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে বরিশাল অঞ্চলের আগামী ১০ ডিসেম্বর মাদরাসা প্রধানদের প্রতিনিধি সম্মেলন সফল করার লক্ষ্যে বরিশাল সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জমিয়াতুল মোদার্রেছীনের সাংগঠনিক সচিব বরিশাল মহানগর জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি বাঘিয়া আল আমিন কামিল মাদরাসার প্রিন্সিপাল মাও মোঃ আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন মহানগর জমিয়াতুল মোদার্রেছীনের সম্পাদক মাওঃ নজরুল ইসলাম।
চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃ আহমদ উল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সম্পাদক মাওঃ আলতাফ হোসেন, সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওঃ আব্দুল হালিম, চরকাউয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ ফারুক আহমেদ, কাউনিয়া বালিকা মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আমির হোসেন, কড়াপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ মকবুল আহমেদ, সারোখালী মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ সিদ্দিকুর রহমান, গাউসুল আজম মাদ্রাসার সুপার মাওঃ সোহরাব হোসেন, সমের্তবান মাদ্রাসার সুপার মাওঃ রফিকুল ইসলাম, সালুকা মাদ্রাসার সুপার মাওঃ আজিজুর রহমান, খোন্দাখালী মাদ্রাসার সুপার মাওঃ হেলাল উদ্দিন, মাদরকাঠী মাদ্রাসার সুপার মাওঃ আব্দুল মজিদ, বুখাইনগর মাদ্রাসার সুপার মাওঃ মিজানুর রহমান, এমাম গাজ্জালী মাদ্রাসার সুপার মাওঃ নাছির উদ্দিন, চ‚রামন মাদ্রাসার সুপার মাওঃ খলিলুর রহমান, সাগরদী মাদ্রাসার শিক্ষখ মাওঃ রিয়াজুল ইসলাম, আটিপাাড় মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃ মদিয়ার রহমান প্রমুখ।
সভায় আজ ২০ নভেম্বর সোমবার দুপুর ১২টায় সকল মাদ্রাসায় একযোগে সকল শিক্ষক-কর্মচারীদের সমন্বয়ে দাবির স্বপক্ষে জনমত গঠনের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টায় বরিশাল টাউন হলে বিভাগের সকল মাদ্রাসা প্রধানকে আঞ্চলিক সম্মেলনে যোগদানের আহবান জানানো হয়। ওই সম্মেলনে বাংলাদেশ জমিয়াতুল মোর্দারেছীনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ এ এম এম বাহাউদ্দীন এবং কেন্দ্রীয় মহাসচিব মাওঃ সাব্বির আহমেদ মোমতাজি উপস্থিত থাকবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ