Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসেই মাতালেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

প্রথম ম্যাচেই দর্শক মাতালেন পাকিস্তানি অল-রাউন্ডার শহিদ আফ্রিদি। প্রথমে বল হাতে নিলেন ৪ উইকেট। এরপর সবাইকে চমকে ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে তুললেন ঝড়। সিলেট সিক্সার্সকেও ৮ উইকেটে উড়িয়ে নির্মম প্রতিশোধ নিয়েছে ঢাকা ডায়নামাইটস। নির্মম-ই তো! ১০২ রানের লক্ষ্যটা যে ৭৩ বল হাতে রেখে পূরণ করেছে আসরের তিন বারের চ্যাম্পিয়নরা।
লুইসের সঙ্গে মাত্র ৪ ওভারেই ৫৯ রান তুলে নেয় ঢাকা। যার মধ্যে আফ্রিদির রান ৩৭। ১৭ বলের ইনিংসটিতে বাউন্ডারি মাত্র একটি, মাত্র ৩ রান নিযেছেন দৌড়ে। বাকি ৩০ রানই আসে ৫ বার বল গ্যালারিতে পাঠিয়ে। বাকি কাজটা সাকিব আল হাসানকে নিয়ে স্বচ্ছন্দে সম্পন্ন করেন লুইস।
আফ্রিদি ফেরার পর সিলেট বোলারদের নিয়ে ছেলেখেলা শুরু করেন ক্যারিবীয় ওপেনার। সাকিবের সাথে জয় নিয়ে মাঠ ছাড়ার সময় তার নামের পাশে ১৮ বলে ৫ ছক্কা ও ২ চারে ঝড় তোলা ৪৪ রানের ইনিংস। আফ্রিদির পর ডেলপোর্টের বাকি উইকেটটিও নেন ইংলিশ পেসার টিম ব্রেসনেন।
সিলেট পর্বে প্রথম ম্যাচেই সাকিবের ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটে গুড়িয়ে দিয়েছিল নাসিরের সিলেট সিক্সার্স। ঢাকা পর্বে ফিরে শুরুতে সেই সিলেটকেই পেয়ে ম্যাচে শুরু থেকেই জ্বলে ওঠে সাকিবের ঢাকা। পুরো ম্যাচের গল্পটাই সিলেটের জন্য হতাশার। শিশিরের (ডিউ) কথা মাথায় রেখে নাসিরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান সাকিব। আবু হায়দার রনি ও সুনীল নারাইনের পর শহিদ আফ্রিদির ঝলকে ৫৩ রানেই ৯ উইকেট হারিয়ে বসে সিলেট। এরপরও তাদের সংগ্রহ একশ পেরোয় নয় ও এগারো নম্বর ব্যাটসম্যান আবুল হাসান ও তাইজুল ইসলামের কল্যাণে। শেষ উইকেটে ৭ ওভারে অবিচ্ছিন্ন ৪৮ রান যোগ করেন তারা। ২৬ বলে সর্বোচ্চ ৩০ রান আসে আবুল হাসানের ব্যাট থেকে। ২০ বলে ১৬ রান করে তাকে সঙ্গ দেন দ্বিতীয় সর্বোচ্চ রান করা তাইজুল।
আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক উপুল থারাঙ্গাকে ফিরিয়ে শুরুটা করেন আবু হায়দার। নিজের দ্বিতীয় ওভারে আরেক লঙ্কান ওপেনার দানুশকা গুনাথিলাকাকেও ফিরিয়ে দেন বাঁ-হাতি পেসার। সিলেটের সংগ্রহ তখন ৩ উইকেটে ১৯। মাঝে সাব্বির রহমানকে ডেলপোর্টের ক্যাচে পরিণত করেন সুনীল নারাইন। ক্যারিবীয়ান স্পিনারের ক্যারম বলটি পড়তেই পারেননি সাব্বির। বিপিএল ব্যর্থতার ধারা অব্যহত বেখে এদিনও ফেরেন ৫ বলে করেন ১ রান। এখন পর্যন্ত ৫ ম্যাচে একবারই দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন জাতীয় দলের এই ডানহাতি ব্যাটসম্যান, সেই ইনিংসও থামে মাত্র ১৬ রানে!
এরপরই দৃশ্যপটে আসেন আফ্রিদি। একে একে তার স্পিন ফাঁদে আটকে দেন নাসির হোসেন, নুরুল হাসান, ডি সিলভা ও টিম ব্রেসনেনকে। এবারের বিপিএলের প্রথম ম্যাচেই ৪ ওভারে মাত্র ১২ রানের খরচায় তুলে নিলেন ৪ উইকেট। নারাইন ছিলেন আরো মিতব্যায়ী ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে রহস্য স্পিনার নেন ৩ উইকেট।
সিলেট সিক্সার্স : ২০ ওভারে ১০১/৯ (গুনাথিলকা ১৫, থারাঙ্গা ১, সাব্বির ১, নাসির ১০, হোয়াইটলি ৬, নুরুল ৮, হাসারাঙ্গা ৮, ব্রেসনেন ২, হাসান ৩০*, শরিফ ০, তাইজুল ১৬*; মোসাদ্দেক ০/৭, হায়দার ২/২৩, নারাইন ৩/১০, আফ্রিদি ৪/১২, সাকিব ০/১০, শহিদ ০/২১, ডেলপোর্ট ০/১০, খালেদ ০/৭)।
ঢাকা ডায়নামাইটস : ৭.৫ ওভারে ১০৬/২ (লুইস ৪৪*, আফ্রিদি ৩৭, ডেলপোর্ট ০, সাকিব ১৮*; ব্রেসনেন ২/২০, তাইজুল ০/৩৫, হাসান ০/১০, নাসির ০/১১, গুনাথিলকা ০/১০, হাসারাঙ্গা ০/২০)।
ফল : ঢাকা ডায়নামাইটস ৮ উইকেটে জয়ী
ম্যাচ সেরা : শহিদ আফ্রিদি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফ্রিদি

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ