নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : গত দু’দিন ধরে বাংলাদেশ ক্রিটোঙ্গেণের সবচেয়ে বড় খবর ‘হেড কোচের পদ থেকে পদত্যাগ করছেন চন্ডিকা হাতুরুসিংহে’। কোনও কারণ উল্লেখ না করে শুধু জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন লঙ্কান এই কোচ। চিঠিটা হাতে পাওয়ার পর অনেক চেষ্টা করেও হাথুরুসিংহের সঙ্গে যোগাযোগ করতে পারেনি বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসানের ইঙ্গিত, হাতুরুসিংহের উত্তরসূরীও হতে পারেন কোন এক বিদেশি। যদিও বৃহস্পতিবার খবরটা জানাজানি হওয়ার পর ক্রিকেটাঙ্গণে গুঞ্জন, খালেদ মাহমুদ সুজন হতে পারেন জাতীয় দলের পরবর্তী কোচ। তিনি নিজেও অবশ্য দায়িত্বটা নিতে আগ্রহী।
গতকাল সংবাদ মাধ্যমকে সুজন বললেন, ‘জীবনে অনেক চ্যালেঞ্জ নিয়ে আজ আমি এখানে। জাতীয় দলের অধিনায়ক হওয়ার সময় ভাঙা একটা দলকে দাঁড় করানোর চ্যালেঞ্জ ছিল। অনেক বছর ধরে কোচিং করছি, জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বেও ছিলাম। আসলে এই লেভেলে কোচিং তেমন কঠিন না। মোটিভেশন খুব গুরুত্বপূর্ণ, পরিকল্পনা ভালো হতে হয়। দায়িত্বটা আমি পাবো কিনা জানি না। যদি পাই, তাহলে চেষ্টা করবো ভালোভাবে করতে। জাতীয় দলের দায়িত্ব নিতে আমি অবশ্যই প্রস্তুত।’
অবশ্য এ বিষয়ে এখনও কিছুই জানেন না জাতীয় দলের এই সাবেক অধিনায়ক, ‘(কোচ হওয়ার) কথা আমি জানি না, এটা নিয়ে কোনও কথা হয়নি। অবশ্যই আমরা চাইবো বাইরে থেকে ভালো কোচ নিয়ে আসতে। যদিও আজ (গতকাল) একজনের কাছে শুনলাম, আমার নামও নাকি আলোচনা হচ্ছে। আমি নিজেই এ ব্যাপারে নিশ্চিত নই।’
ঘরোয়া ক্রিকেটে সুজন কোচ হিসেবে দারুণ সফল। তার কোচিংয়ে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও আবাহনী লিমিটেড। বিপিএলে গত আসরে তার প্রশিক্ষণেই চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা ডায়নামাইটস। এছাড়া আম্বার টি-টোয়েন্টি লিগ সহ বেশ কয়েকটি প্রতিযোগিতায় তার দল সর্বোচ্চ সাফল্য পেয়েছে।
হাতুরসিংহের পদত্যাগের খবর শুনে আর সবার মতো সুজনও বিস্মিত, ‘আমি খুব অবাক হয়েছি। দক্ষিণ আফ্রিকা সফরের সময় জাতীয় দলের সঙ্গে পাঁচ দিন ছিলাম। এমন কোনও কথাই ওখানে শুনিনি। বোর্ড হয়তো তার সঙ্গে কথা বলবে। তবে কেউ চলে যেতে চাইলে তাকে আটকে রাখা সম্ভব নয়।’
২০১৪ সালে দায়িত্ব নেওয়ার পর হাতুরুসিংহের অধীনে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে বাংলাদেশ। সুজনও শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডারের প্রশংসা করছেন অকুণ্ঠে, ‘বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হাতুরুসিংহে। টাইগারদের আজকের অবস্থানে আসার পেছনে তার অনেক অবদান।’
হাতুরুসিংহের পদত্যাগে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হলো কিনা প্রশ্নে সুজন বলেছেন, ‘আমি বোর্ডের পক্ষ থেকে বলতে পারি, হাতুরুসিংহেকে যতটা দরকার ততটাই সাপোর্ট করেছে বিসিবি। প্রত্যেকটা মানুষের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। নিশ্চয়ই হাতুরুসিংহে এমন কিছু বলবেন না যার কারণে বোর্ডের ইমেজ ক্ষুন্ন হয়।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।