Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপিএলের মেঘাচ্ছন্ন আকাশে দ্যুতি ছড়াচ্ছে বিদেশীরা

ফয়সাল আমীন | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

প্রথম জয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের
বিপিএল (বাংলাদেশ প্রিমিয়াম লিগ) ঘিরে আলোচনা-সমালোচনা ঝড় বইছে। বহুবিধ কেলেংকারী বিপিএল আকাশকে করেছে মেঘাচ্ছন্ন। বিগত আসরগুলোকে ছাপিয়ে গেছে, টিকিট সিন্ডিকেটের বাড়াবাড়ি। টিকেট কালোবাজারিতে স্থানীয় ক্রীড়া সংস্থা সংশ্লিষ্টদের সম্পৃক্ততাও দেখা গেছে। মারামারি, দলাদলি, ভাংচুরেই শেষ নয় কাহিনী। স্থানীয় আ’লীগ টিকিট দু:খে বয়কট করেছে বিপিএল। সিলেটে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও আমন্ত্রীন হননি উদ্বোধনী অনুষ্টানে। নিজ শহরে বর ছাড়া যেন কনে বাড়ি। মোদ্দকথা, টিকেটকে পরিণত করা হয়েছিল সোনার হরিনে। কিন্তু গ্যালারিও ভরে টুইটুম্বুর হয়নি। মুলত টিকিট সংকট সৃষ্টি করে, অর্থ বার্ণিজ্য মুখ্য হ্ওয়ায় ক্রিকেট উম্মাদনা হয়ে উঠে সংশয়পূর্ণ। এসবের মধ্যে দিয়্ওে সবুজাভ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটে বলে দ্যুতি ছড়িয়েছে বিদেশি ক্রিকেটাররা। অনুষ্টিত ৫টি ম্যাচের মধ্যে ৪টিতেই সেরা হয়েছে তারাই। ব্যতিক্রম ঘটেছে গতকাল। তৃতীয় দিনের ৫ম ম্যাচের খেলা অনুষ্টিত কুমিল­া ভিক্টোরিয়ান্স বনাম চিটাগং ভাইকিংসের মধ্যে। প্রথমবারে মতো দারুণ বোলিংয়ের পুরস্কার হিসেবে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কুমিল­া ভিক্টোরিয়ান্সের সাইফউদ্দিন।বিদেশী ক্রিকেটারদের দাপুটে রূপ উপভোগ করেছে দর্শকরা। নানা অব্যস্থাপনার মাঝে বিষয়টি ছিল চরম উপভোগ্য। শনিবার থেকে শুরু হ্ওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের পঞ্চম আসর। শনি, রবিবার ও মঙ্গলবার পর্যন্ত ৫টি ম্যাচের ফলাফল পরিসংখ্যান থেকে এ তথ্য উঠে আসে। বিপিএল গভর্নিং কমিটি ম্যাচে সর্বোচ্চ পাঁচজন বিদেশী ক্রিকেটার খেলানোর নিয়ম রেখেছে। সে সুযোগ পুরোদমে কাজে লাগাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। পঞ্চম আসরে এখনও পর্যন্ত অনুষ্ঠিত সব ম্যাচে পাঁচজন করে বিদেশী ক্রিকেটার খেলিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
বিদেশীরা যে হতাশ করেন নি, তা স্কোরবোর্ডই বলে দেয়।শনিবার দুপুরে মাঠে গড়ায় সিলেট সিক্সার্স-ঢাকা ডায়নামাইটস ম্যাচ। প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ঢাকা ডায়নামাইটস যে ১৩৬ রান তুলে, তাতে বড় অবদান ছিল তিন বিদেশীর। ইনিংস সর্বোচ্চ ৩২ রান (২৮ বলে) আসে শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারার ব্যাট থেকে। ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান (২৪ বলে) করেন ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, চতুর্থ সর্বোচ্চ ২০ রান (১৩ বলে) আসে দক্ষিণ আফ্রিকান ক্যামেরন ডেলপোর্টের ব্যাট থেকে। ঢাকার যে সাতটি উইকেটের পতন হয়েছিল, তার দুটি শিকার করেন ইংল্যান্ডের পেসার লিয়াম প্ল্যাঙ্কেট। ওই ম্যাচে দুই বিদেশী, শ্রীলঙ্কান উপুল থারাঙ্গা আর উইন্ডিজ আন্দ্রে ফ্লেচারের ব্যাটেই ৯ উইকেটে জয় পায় সিলেট সিক্সার্স। ৫১ বলে ৬৩ রান করে ফ্লেচার ফিরে গেলেও থারাঙ্গা ৪৮ বলে ৬৯ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরার পুরস্কারও ওঠে থারাঙ্গার হাতে। সিলেট সিক্সার্সের একমাত্র উইকেটটি দখল করেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ। ওইদিন দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৮ উইকেটে ১৫৪ রান করে রাজশাহী কিংস। ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান (১৮ বলে) করেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি, তৃতীয় সর্বোচ্চ ২৬ (২২ বলে) রান আসে নিউজিল্যান্ডে জেমস ফ্র্যাঙ্কলিনের ব্যাট থেকে।
রাজশাহী কিংসের আটটি উইকেটের দুটির ‘ঘাতক’ ছিলেন শ্রীলঙ্কান পেসার মালিঙ্গা। জবাব দিতে নেমে দুই বিদেশী, ইংল্যান্ডের রবি বোপারা ও শ্রীলঙ্কার থিসেরা পেরেরা রংপুর রাইডার্সকে জিতিয়েই মাঠ ছাড়েন। মোহাম্মদ মিঠুন ও শাহরিয়ার নাফীসের গড়ে দেয়া ব্যাটিং ভিতে দাঁড়িয়ে বিস্ফোরক ব্যাটিংয়ে ২৩ বলে ৩৯ রান করেন বোপারা, থিরেরা করেন ১২ বলে ২০। জয় পেতে চারটি উইকেট হারাতে হয় রংপুর রাইডার্সকে। রাজশাহী কিংসের দুই বিদেশী দখল করেন দুটি উইকেট। ম্যাচসেরার পুরস্কার রবি বোপারার হাতে ওঠে। রবিবার বিপিএলের পঞ্চম আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় সিলেট সিক্সার্স-বরিশাল ভিক্টোরিয়ান্স। ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসের ৪৭ বলে ৬০ রানে ভর করে ছয় উইকেটে ১৪৫ রান স্কোরবোর্ডে যোগ করে ভিক্টোরিয়ান্স। সিলেট সিক্সার্সের উইন্ডিজ পেসার ক্রিশমার সান্টোকি দুটি এবং ইংল্যান্ডের পেসার লিয়াম প্ল্যাঙ্কেট একটি উইকেট ঝুলিতে পুরেন। জয়ের লক্ষ্যে দুর্দান্ত ব্যাটিং করেন সিলেট সিক্সার্সের লঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গা ও উইন্ডিজ ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার। ৪০ বলে ৫১ রান থারাঙ্গার, ২৯ বলে ৩৬ ফ্লেচারের। শেষদিকে নুরুল হাসান সোহানের একটি করে ছক্কা ও চারে জয় পেলেও ম্যাচসেরার পুরস্কার পান থারাঙ্গা।
সিক্সার্সের সাজঘরে ফেরা ছয় ব্যাটসম্যানের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উইন্ডিজ পেসার ডোয়াইন ব্রাভো দুটি, আফগান স্পিনার মোহাম্মদ নবী ও উইন্ডিজ অফব্রেক বোলার স্যামুয়েলস নেন একটি করে উইকেট। দিনের অপর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস ও দক্ষিণ আফ্রিকান ক্যামেরন ডেলপোর্টের বিধ্বংসী ব্যাটিংয়ে ৭ উইকেটে ২০২ রানের পাহাড় গড়ে ঢাকা ডায়নামাইটস। ৪০ বলে ৬৬ রান লুইসের, ৩১ বলে ৬৪ ডেলপোর্টের। ডায়নামাইটসের শ্রীলঙ্কান ব্যাটসম্যান সাঙ্গাকারার ব্যাট থেকে আসে ১২ বলে ২০ রান। ম্যাচে খুলনা টাইটানস ৬৫ রানে হারলেও তাদের তিন বিদেশী ব্যাটসম্যান, ওয়ালটন, আর্চার ও রুশো ছিলেন উজ্জ্বল। ফ্র্যাঞ্চাইজিটির উইন্ডিজ ব্যাটসম্যান চ্যাডউইক ওয়ালটন ১৩ বলে ৩০, আরেক উইন্ডিজ ব্যাটসম্যান জোফরা আর্চার ২৪ বলে ৩৬ এবং দক্ষিণ আফ্রিকান রিলে রুশো ১৪ বলে করেন ২৩ রান। ম্যাচসেরার পুরস্কার ঢাকা ডায়নামাইটসের ক্যামেরন ডেলপোট্রের হাতে ওঠে। গতকাল মঙ্গলবার ২টি ম্যাচের প্রথম খেলায় চিটাগাং ভাইকিংসকে উড়িয়ে জয় নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ জয়ের নায়ক হয়ে উঠেন দেশি খেলোয়াড় মোহাম্মদ সাইফউদ্দিন। দুর্দান্ত বোলিং এক্যাশন ছিলেন চার ওভারে ২৪রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। ক’দিন আগে দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টিতে ডেভিড মিলারের ব্যাটে পাঁচ বলে পাঁচ ছক্কা খাওয়া সাইফউদ্দিন গতকাল দারুণ বোলিংয়ের পুরস্কার হিসেবে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন।



 

Show all comments
  • জুবায়ের ৮ নভেম্বর, ২০১৭, ৫:৪৫ এএম says : 0
    দেশি খেলোয়ারদের ভালো খেলা প্রত্যাশা করি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ