Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিয়েতনামে টাইফুনের আঘাত ২৯ জনের মৃত্যু : নিখোঁজ ২৯

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ভিয়েতনামের মধ্যাঞ্চলে রোববার সন্ধ্যায় টাইফুন ডামরেইয়ের আঘাতে ২৯ জনের প্রাণহানি ও আরো ২৯ জন নিখোঁজ হয়েছে। সোমবার সকালে দেশটির প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক সেন্ট্রাল স্টিয়ারিং কমিটি একথা জানিয়েছে। টাইফুনের আঘাতে প্রায় ২৩০টি মালবাহী ও মাছ ধরার জলযান ডুবে গেছে এবং এক হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে, যার অধিকাংশই মধ্যাঞ্চলীয় কানহ্ হোয়া প্রদেশে অবস্থিত। ঝড়ের আঘাতে আরো ৪৩ হাজারের বেশি বাড়িঘরের ছাদ উড়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে অনেকগুলো প্রদেশের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় ডা নাং নগরীতে ৬ নভেম্বর থেকে ১১ নভেম্বর এশিয়া প্যাসিফিক ইকোনোমিক কোঅপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। নগরীর মাই সন সৈকতের ধারে শনিবার সকালে দমকা বাতাসে অ্যাপেক সম্মেলন উপলক্ষে নির্মিত বেশ কয়েকটি স্বাগত তোরণ ধ্বংস বা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মিউনিসিপাল কর্তৃপক্ষ উদ্ভূত পরিস্থিতিতে অ্যাপেক সপ্তাহকে সামনে রেখে টাইফুন, বন্যা ও উঁচু ঢেউ এমনকি সুনামি মোকাবেলারও প্রস্তুতি নিয়েছে। সূত্র : সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ