Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘর থেকে ডেকে নিয়ে প্রবাসীকে হত্যা

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৭, ১২:১০ পিএম

রাজধানীর কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় ঘর থেকে ডেকে নিয়ে এক প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা ।
নিহত ব্যক্তির নাম মো. সালাউদ্দিন (৪০)। ওমানপ্রবাসী এ ব্যক্তি তিন মাস আগে দেশে ফিরেছিলেন।

শনিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই আলাউদ্দিন জানান, রাত দেড়টার দিকে পার্শ্ববর্তী হোগলাগাতি গ্রামের চার-পাঁচজন দুর্বৃত্ত তাদের বাড়িতে এসে ভাইকে ডাকেন। ভাই শোবার ঘর থেকে বের হলেই তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা।
এ সময় সালাউদ্দিনের চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে আসে। তারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
পরে চিকিৎসাধীন রোববার সকালে সালাউদ্দিনের মৃত্যু হয় বলে জানান আলাউদ্দিন।
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. বাবুল মিয়া জানান, নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ