Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হারে শুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৭, ৫:৩৭ পিএম

লড়াইটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বনাম স্বাগতিকদের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে ঘরের দর্শকদের উচ্ছ্বাসে উজ্জীবিত সিলেট সিক্সার্স হারিয়ে দিল বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে! স্বাগতিকদের জয়টিও বিশাল, ৯ উইকেটের! সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে সিলেটের বোলারদের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি ঢাকার ব্যাটসম্যানরা। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে সাকিব আল হাসানের দল। জবাবে ১৬.৫ ওভারে মাত্র এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় নাসির হোসেনের দল (১৩৭/১)। গ্যালারীর ১৮ হাজার দর্শকের সিংহভাগই ছিল স্বাগতিক শিবিরের। তবে ঢাকা ডায়নামাইটসকে সমর্থন করতে এক হাজার দর্শক নিজ খরচে সিলেট নিয়ে গিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজিটির কর্মকর্তারা। তবে তাতে খুব একটা উজ্জীবিত হয়নি সাকিবের দল।
গতকাল স্পিন দিয়ে বোলিংয়ের শুরুটা করেন নাসির নিজেই। প্রথম ওভারে দলকে সাফল্যও এনে দেন অধিনায়ক। ওভারের শেষ বলটা উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন মেহেদী মারুফ (০)। দ্বিতীয় উইকেটে ৫৪ রানের জুটি গড়েছিলেন এভিন লুইস ও কুমার সাঙ্গাকারা। লুইসকে (২৬) ফিরিয়ে এ জুটিও ভাঙেন নাসির। ১০ রানের মধ্যে ফিরে যান সাঙ্গাকারাও (৩২)।
এরপর অধিনায়ক সাকিব আল হাসান (২৩) ও ক্যামেরন ডেলপোর্ট (২০*) ছাড়া উল্লেখ করার মত স্কোরই করতে পারেননি ঢাকার কোন ব্যাটসম্যান। নাসিরের সঙ্গে সিলেটকে অল্প রানের লক্ষ্য এনে দেয়ার পেছনে অবদান লিয়াম প্লাঙ্কেট ও আবুল হাসান রাজুর নিয়ন্ত্রিত বোলিং। নাসির, প্লাঙ্কেট, রাজু- তিনজনই নেন দুটি করে উইকেট। ৪ ওভারে নাসির ২১, প্লাঙ্কেট ২০ ও রাজু দেন ২৪ রান।
ধুন্ধুমার টি-২০ ক্রিকেটের হিসেবে ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখী ছিলেন সিলেটের দুই ওপেনার উপল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচার। দুজনে মিলে গড়েন ১৩৫ রানের জুটি! জয় থেকে মাত্র ২ রান আগে আদিল রশিদের বলে ফ্লেচার (৫১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৩) আউট হলেও সিলেটের আইকন সাব্বির রহমানকে (২*) নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছুতে খুব একটা বেগ পেতে হয়নি থারাঙ্গার (৬৯*)। লঙ্কার ওপেনারের ৪৮ বলের অপরাজিত ইনিংসটি ৫টি চার ও ২ ছক্কায় সাজানো।
ম্যাচ সেরা পুরস্কার জেতেন থারাঙ্গা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ