Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হ্যালোউইন উৎসবেই হামলার পরিকল্পনা ছিল সাইফুল্লোর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৭, ৯:১১ পিএম

নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে সাইকেলের লেইনে ট্রাক তুলে দিয়ে আটজনকে হত্যার দায়ে অভিযুক্ত সাইফুল্লো সাইপভ বলেছেন, হ্যালোউইন উৎসবেই হামলার পরিকল্পনা ছিল তার। গত বুধবার ফেডারেল আদালতে ২৯ বছর বয়সী এই উজবেক অভিবাসীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। তদন্ত কর্মকর্তারা তার বিরুদ্ধে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) বিভিন্ন উপাদান ও সম্পদ দিয়ে সহায়তা করারও অভিযোগ এনেছেন। এদিন হাতকড়া পরা সাইফুল্লোকে হুইল চেয়ারে করে আদালতে নিয়ে আসা হয় বলে জানিয়েছে বিবিসি। ওই সন্ত্রাসী হামলার পর পুলিশের গুলিতে আহত হন সাইফুল্লো। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে ২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্রে থাকা সাইফুল্লো জানান, দুই মাস আগেই হ্যালোউইন উৎসবে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেন তিনি। উৎসবের সময় রাস্তায় বেশি ভিড় থাকবে এই চিন্তাতেই হ্যালোউইনকে বেছে নেওয়া। হামলার সময় ট্রাকে আইএসের পতাকা উড়ানোরও পরিকল্পনা করেছিলেন তিনি। যদিও পরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর কাড়বে এই চিন্তা থেকে ওই পরিকল্পনা বাদ পড়ে। তদন্ত কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে খোলামেলা ভাবেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন সাইফুল্লো। এই উজবেক অভিবাসী জানান, ইরাক যুদ্ধের প্রতিশোধ নিতে মুসলমানরা কি করছে, আইএস প্রধান আবু-বকর আল বাগদাদির এমন প্রশ্নের জবাবে অনুপ্রাণিত হয়ে নিউ ইয়র্কে হামলার সিদ্ধান্ত নেন তিনি। সাইফুল্লোর ফোনে আইএসের প্রোপাগান্ডামূলক ৯০টি গ্রাফিক ও ভিডিও কন্টেন্ট পাওয়ার কথাও জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ২২ বছর বয়সে ডিভি লটারির মাধ্যমে উজবেকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে আসেন সাইফুল্লো। নিউ জার্সির পিটারসনে থাকার আগে তিনি ফ্লোরিডার টাম্পায়ও দীর্ঘসময় বসবাস করেছেন। বিশ্বজুড়ে ট্যাক্সি সার্ভিস চালানো অ্যাপ উবার জানিয়েছে, সাইফুল্লো তাদের নিবন্ধিত চালক ছিলেন। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, ২০১৫ সালে এফবিআইয়ের এক সন্ত্রাসবাদবিরোধী তদন্তে সাইফুল্লোর নাম আসে। উগ্রবাদী জড়িত এমন অন্তত একজন উজবেক নাগরিকের সঙ্গে তখন সাইফুল্লোর যোগাযোগ ছিল বলে গোয়েন্দারা জানতে পারেন। তদন্তের মূল লক্ষ্যবস্তু না হওয়ায় এফবিআই তখন সাইফুল্লোকে জিজ্ঞাসাবাদ করেছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। নিউ ইয়র্কে ট্রাক হামলার পর পুলিশ মুখাম্মাদজয়ের কাদিরভ নামে আরেক উজবেক নাগরিককেও খোঁজার কথা জানিয়েছিল। বুধবার এফবিআই জানিয়েছে, ৩২ বছর বয়সী কাদিরভের সন্ধান মিলেছে। এই সম্বন্ধে বিস্তারিত বলতে রাজি হয়নি তারা। সিএনএন, সিবিএস নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলার পরিকল্পনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ