Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

হামলার পরিকল্পনা ছিল কৃষ্ণাঙ্গ বন্দুকধারীর

প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

পুলিশের আচরণে ক্ষুব্ধ জনসন শ্বেতাঙ্গ পুলিশ হত্যার পণ করেছিল
ডালাস হত্যা : আরো ভয়ঙ্কর
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডালাসের বন্দুকধারীর আরো বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল। পুলিশ এমনটাই জানিয়েছে। গতকাল সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। কর্মকর্তারা গত রোববার জানান, কৃষ্ণাঙ্গ বন্দুকধারী মিকা জেভিয়ার জনসন (২৫) ভয়ঙ্কর বোমা হামলা করার ষড়যন্ত্র আঁটছিলেন। শহরের পুলিশপ্রধান ডেভিড ব্রাউন বলেন, জনসনের যে বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল, এব্যাপারে তাঁর কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ আছে। তিনি বিস্ফোরকদ্রব্য দিয়ে বড় ধরনের বিস্ফোরণ ঘটানোর অনুশীলন করেছিলেন বলে তাঁদের ধারণা। গত বৃহস্পতিবার ডালাসে জনসনের গুলিতে পুলিশের পাঁচ কর্মকর্তা নিহত হন। হত্যাকারী একজন সাবেক মার্কিন সেনাসদস্য। তিনি আফগানিস্তানে দায়িত্ব পালন করেছেন। পরে জনসন পুলিশের রোবটবোমায় নিহত হন। গুলির ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে উত্তেজনা বিরাজ করছে। কৃষ্ণাঙ্গদের প্রতি পুলিশের সহিংস আচরণের প্রতিবাদে বিক্ষোভের মধ্যে দুই শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। সব পুলিশকে বর্ণভিত্তিক পক্ষপাতী হিসেবে অভিহিত করার বিষয়ে বিক্ষোভকারীদের সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। লুইজিয়ানা ও মিনেসোটায় পুলিশের হাতে দুজন কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বড় বড় নগরে প্রতিবাদ হয়। টেক্সাসের ডালাসে লোকজনের প্রতিবাদ শোভাযাত্রা শান্তিপূর্ণ ছিল। প্রতিবাদ সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাশের ভবন থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে পুলিশের পাঁচ কর্মকর্তা নিহত হন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলার পরিকল্পনা ছিল কৃষ্ণাঙ্গ বন্দুকধারীর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ