Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতের আঞ্চলিক পুলিশী ভ‚মিকা পাকিস্তান মানবে না : আসিফ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ বলেছেন, আফগানিস্তান সমস্যার একটি আঞ্চলিক সমাধানে তার দেশ আগ্রহী এবং এই উদ্দেশ্য সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ভূমিকা কামনা করে। স¤প্রতি দক্ষিণ এশিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সফর নিয়ে সিনেটের এক বিতর্কে তিনি এ কথা বলেন। আসিফ বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ভারতের আঞ্চলিক পুলিশী ভূমিকা পাকিস্তান মেনে নেবে না। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের নতুন নীতির প্রেক্ষাপটে গত এক সপ্তাহে সিনেটে দ্বিতীয়বারের মত সরকারের অবস্থান ব্রিফিং করলেন আসিফ। বিশেষ করে এ বছরের আগস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিভরা ভাষণকে কেন্দ্র করে আসিফ তার ব্রিফিংগুলো দেন। সিনেটে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাবে আসিফ তার পূর্ববর্তী ব্রিফিং-এর বক্তব্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, পাকিস্তানের পক্ষ থেকে টিলারসনকে অনুরোধ করা হয় যাতে আফগানিস্তানের জন্য নতুন নীতিমালা তৈরির সময় শুধু সামরিক কর্মকর্তাদের উপর নির্ভর না করে স্টেট ডিপার্টমেন্ট ও অন্যান্য বেসামরিক প্রতিষ্ঠান থেকে মতামত নেয়া হয়। কারণ, তারা গত ১৬ বছর ধরে আফগানিস্তানে ব্যর্থ হয়েছে। পাকিস্তানেরও একই কাজ করা উচিত বলে কিছু বিরোধীদলীয় নেতা পরামর্শ দিলে মন্ত্রী দাবি করেন যে পাকিস্তান সরকার ইতোমধ্যে কাজটি করছে। তিনি বলেন, আমি সম্পূর্ণরূপে এই পরামর্শের সাথে একমত। আমরা ইতোমধ্যেই এর জন্য আন্তরিক প্রচেষ্টা শুরু করেছি। পাকিস্তান সরকার পররাষ্ট্র নীতি প্রণয়নে জাতীয় নিরাপত্তা কমিটির প্ল্যাটফর্মকে সক্রিয়ভাবে ব্যবহার করছে বলে মন্ত্রী জানান। পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো একক সংস্থা নীতিমালা তৈরি করছে না। কেননা এনএসসিতে বেসামরিক ও সামরিক নেতৃত্বসহ সকল অংশীদারের প্রতিনিধিত্ব রয়েছে। নতুন নীতিমালা প্রণয়নকালে সংসদের নির্দেশিকাগুলোও অনুসরণ করা হবে। আসিফ আরো বলেন, আফগানিস্তানে শান্তি আলোচনাকে পাকিস্তান সবসময় অগ্রাধিকার দেয়। কারণ তারা বিশ্বাস করে যে প্রতিবেশী দেশে যুদ্ধের অবসান করতে হলে আলোচনাই একমাত্র পথ এবং এর কোনো সামরিক সমাধান নেই। জিও নিউজ, ডন, এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ