বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনোয়ার হোসেন ইমন (৩০) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।
শনিবার রাত ১১টার দিকে যশোর শহরের বেজপাড়া এলাকার বিহারীপাড়া মোড়ে (গুরগোল্লার মোড়) সন্ত্রাসীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
যশোর জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী বলেন, ইমন জেলা ছাত্রলীগের সাবেক কমিটির সহসভাপতি ছিলেন। রাত ১১টার দিকে তিনি শহরের গুরগোল্লার মোড়ে বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে দুটি গুলি ছুড়ে পালিয়ে যায়। দুটি গুলিই তার বুকে লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, ইমন গুরগোল্লার মোড়ে বসে লুডু খেলছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে পিস্তল দিয়ে গুলি করলে তিনি ঘটনাস্থলে মারা যান। পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে এ ব্যাপারে কথা বলছি। খুনিদের গ্রেপ্তারে জোরালো চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।