Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

মানবতার ডাকে আফ্রিদির পাশে হরভজন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

উপমহাদেশের ক্রিকেট দুই চিরপ্রতিদ্ব›দ্বী দেশ ভারত ও পাকিস্তান। রাজনৈতিক বৈরি সম্পর্কের কারণে দীর্ঘদিন কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না এ দু’দল। দুই দেশের দুই তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি ও হরভজন সিং। বল হাতে স্পিনের ঘূর্ণি জাদুতে জাতীয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা।
ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে এক সময় হরভাজনের সঙ্গে তুলনা করা হতো শহীদ আফ্রিদিকে। ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বৈরি সম্পর্ক বিরাজমান থাকলেও মানবতার ডাকে আবারও এক কাতারে দাঁড়িয়েছেন তারা। শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের এক চ্যারিটি প্রোগ্রামে হাজির হয়েছেন হরভজন। আর তাই ভারতীয় স্পিনারকে ধন্যবাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছবি পোস্ট করেছেন আফ্রিদি। টুইটারে হরভজনকে ধন্যবাদ দিয়ে আফ্রিদি বলেন, ‘সব বাধা ছাড়িয়ে, সব সীমানা পেরিয়ে শুধু ভালবাসা, শান্তি এবং মানবতার জন্য। শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের পাশে দাঁড়ানোয় তোমাকে ধন্যবাদ হরভজন সিং। তুমি দীর্ঘায়ু হও।’ টুইটারে আফ্রিদির এমন বক্তব্যরে জবাব এভাবে দেন হরভজন, ‘মানবতাই সবার আগে। আশা করছি মানবতার কল্যাণে এমন কাজ যেন থেমে না যায়। এই কর্মকাÐের অংশ হতে পেরে বেশ ভালো লাগছে। শহীদ আফ্রিদির এই প্রতিষ্ঠান আরো শক্তিশালী হোক।’
২০১৪ সালে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় শহীদ আফ্রিদি ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই দুস্থ ও মানবতার সেবায় কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফ্রিদি

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ