Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি চেয়ারপার্সনের গাড়ীবহরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলা

ফারুক হোসাইন | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৭, ৬:২৯ পিএম | আপডেট : ৬:৪১ পিএম, ২৮ অক্টোবর, ২০১৭

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যার শিকার বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা দেখতে কক্সবাজারে যাওয়ার পথে বিএনপি চেয়ারপার্সনের গাড়িবহরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে। শনিবার বিকেলে চৌদ্দগ্রামের ফতেপুর ও ফেনীর লালপুল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, বিএনপি চেয়ারপার্সনের গাড়িবহরটি চৌদ্দগ্রামের ফতেপুর এলাকায় পৌঁছলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে গাড়িবহরে হামলা চালায়। এ সময় তারা মিডিয়ার ৭টি গাড়ি সহ মোট ১৫টি গাড়ি ভাঙচুর করে। হামলায় দুই সাংবাদিক আহত হয়। এছাড়া একাত্তর টিভির ক্যামেরাসহ বহরের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় চ্যানেল আই এর সিনিয়র ক্যামেরাপার্সন মনির হোসেন এবং একাত্তর টিভির একজন ক্যামেরাপার্সন গুরুতর আহত হয়েছেন। এ সময় চ্যানেল আই, ডিবিসি, বৈশাখী, একাত্তর, একুশে টিভি, প্রথম আলো ও ডেইলি স্টার মিডিয়া কর্মীদের বহনকারী গাড়ি হামলায় ক্ষতিগ্রস্ত হয়।
এরপর খালেদা জিয়াকে বহনকারী গাড়ী বহর ফেনীর মহিপালের লালপুলে পৌঁছালে সেখানেও একইভাবে রড ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ