নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
অর্ধ-শতকের দোরগোড়ায় ‘অধিনায়ক’ মাশরাফি বিন মর্তুজা। ইস্ট লন্ডনের বাফেলো পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আজ টস করতে নামলেই বাংলাদেশের তৃতীয় অধিনায়ক হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন ম্যাশ। এর আগে বাংলাদেশকে ৫০ বা তার বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হাবিবুল বাশার ও সাকিব আল হাসান। বাশারের নেতৃত্বে ৬৯টি ও সাকিবের অধীনে ৫০টি ওয়ানডে খেলেছে টাইগাররা।
২০০৯ সালে প্রথম বাংলাদেশ ক্রিকেট দলের দায়ীত্বে আসেন মাশরাফি। শুরুর সেই সময়টার কথা ভুলে যেতে চাইবেন ‘নড়াইল এক্সপ্রেস’। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টের প্রথম দিনই ইনজুরি নিয়ে মাঠ ত্যাগ করেন তিনি। এরপর আর ঐ সিরিজে মাঠেই ফিরতে পারেননি। অধিনায়ক হিসেবেও ওটি ছিল মাশরাফির একমাত্র ও শেষ টেস্ট।
পরের বছরই ওয়ানডের দায়ীত্ব বুঝে পান মাশরাফি। ব্রিস্টলে ইংল্যান্ডের বিপক্ষে ৫ রানের ঐতিহাসিক জয়টি এসেছিলো তার নেতৃত্বেই। ঐ ম্যাচের নায়কও ছিলেন তিনি। তবে ইনজুরি পিছু ছাড়েনি মাশরাফিকে। ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পায়ের ইনজুরিতে পড়ে তাই দীর্ঘদিনের জন্য আবারো চলে যান মাঠের বাইরে। ২০১৪ সালে ওয়ানডে অধিনায়কের পদ থেকে মুশফিকুর রহিমকে সরিয়ে মাশরাফির হাতে আবারো নেতৃত্ব তুলে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর থেকে বাংলাদেশকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন মাশরাফি।
তার নেতৃত্বেই ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টারফাইনালে খেলে বাংলাদেশ। প্রথমবারের মত বিশ্বকাপের শেষ আটে খেলার পর দেশের মাটিতে একে একে ওয়ানডে সিরিজ জয় করে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মত শক্তিশালী দলের বিপক্ষে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সরাসরি খেলার ছাড়পত্র পায় টাইগাররা। তার নেতৃত্বেই চলতি বছরের সেই আসরে সেমিফাইনালে খেলে বাংলাদেশ। এমন সব অর্জনের স্বীকৃতি স্বরুপ আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছয়ে উঠে এসেছে মাশরাফির দল।
চলমান দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম দুই ম্যাচে অবশ্য যাচ্ছেতাইভাবে হেরেছে মাশরাফি বাহীনি। তারপরও এখন পর্যন্ত ৪৯ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ২৭টি জয় এনে দেয়া মাশরাফিই দেশের সফলতম অধিনায়ক।
ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া শীর্ষ পাঁচ অধিনায়ক
খেলোয়াড় ম্যাচ জয় হার টাই পরিত্যক্ত শতকরা/জয়
হাবিবুল বাশার ৬৯ ২৯ ৪০ ০ ০ ৪২.০২%
সাকিব আল হাসান ৫০ ২৩ ২৬ ০ ১ ৪৬.৯৩
মাশরাফি বিন মর্তুজা ৪৯ ২৭ ২০ ০ ২ ৫৭.৪৪
মোহাম্মদ আশরাফুল ৩৮ ৮ ৩০ ০ ০ ২১.০৫
মুশফিকুর রহিম ৩৭ ১১ ২৪ ০ ২ ৩১.৪২
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।