Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিন্দু রাষ্ট্রে পরিণত হলে ধ্বংস হয়ে যাবে ভারত

জমিয়তে উলেমা-ই হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী

| প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জমিয়তে উলেমা-ই হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী বলেছেন, সা¤প্রদায়িক শক্তি সংবিধানকে অগ্নিদগ্ধ করে দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। যদি এরকম হয় তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। জমিয়তে উলামায়ে হিন্দ গুজরাট শাখার পক্ষ থেকে আয়োজিত আহমেদাবাদের এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ভারতে নিরপরাধদের হয়ে আইনি লড়াই চালানো মাওলানা আরশাদ মাদানী বলেন, যদি বিশ্বের মধ্যে একটি ছোট দেশ নেপাল হিন্দু ধর্মকে নিরাপদ না রাখতে পারে, এমনকি সেখানে ধর্মীয় দুর্গ ভেঙে গেছে। তাহলে সেক্যুলার দেশ যদি সেদিকে যায় তা ধ্বংস হয়ে যাবে, বরবাদ হবে। বিশ্ব থেকে মুছে যাবে। মাওলানা মাদানী বলেন, ‘ভারতে সংখ্যালঘু স¤প্রদায়ের সংখ্যা এতো যে তাদের সকলকে যদি একত্রিত করা হয় তাহলে সংখ্যাগুরুরা সংখ্যালঘুতে পরিণত হবে। তাহলে কীভাবে দেশ বেঁচে থাকবে? আমরা রাজনৈতিক ব্যক্তি নই, যারা রাজনৈতিক লোক তারা দেশে শান্তি বিঘিœত করতে চাচ্ছে। তিনি মুসলিম ও হিন্দুদের উদ্দেশ্যে এক আবেদনে, যারা সা¤প্রদায়িকতাকে দেশের জন্য অভিশাপ মনে করে তাদের পারস্পারিক ভালোবাসা ও ভ্রাতৃত্বকে উৎসাহ দেয়ার আহŸান জানান। জিনিউজ, পার্সটুডে।



 

Show all comments
  • নাজিম ২২ অক্টোবর, ২০১৭, ১:৪৮ এএম says : 1
    ভারতের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
    Total Reply(0) Reply
  • SAIFUL ISLAM ২৬ অক্টোবর, ২০১৭, ৮:০৩ এএম says : 0
    ভারতকে সাজিয়ে গুজিয়ে তুলেছে একমাত্র মুসলমানেই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ