Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে ক্ষুব্ধ পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ৩:৪০ পিএম

সড়ক সংস্কারের দাবীতে দুই ঘণ্টাব্যাপী ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।

শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১১ টা পর্যন্ত সদর উপজেলার ১৪ মাইল নামক স্থানে সড়ক অবরোধ করে রাখে। এ সময় রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ পরিবহন শ্রমিকদের সাথে কথা বলে সড়ক থেকে ব্যারিকেড তুলে দেয়।

ঝিনাইদহর ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আবুল কাশেম জানান, সকালে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি ধান বোঝাই ট্রাক ডাকবাংলা এলাকায় ভাঙ্গা রাস্তার উপর উল্টে যায়। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে দ্রুত রাস্তা মেরামতের দাবীতে সড়ক অবরোধ করে রাখে। এসময় রাস্তার দুই পাশে দূরপাল্লার পরিবহনসহ শত শত যানবাহন আটকা পড়ে। প্রচণ্ড বৃষ্টিতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

ঝিনাইদহ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর বলেন, গত তিন বছর ধরে রাস্তাটি ভেঙ্গেচুরে একাকার। রাস্তার উপর বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতি মাসে ২০/২২টি করে পরিবহন উল্টে পড়ছে। কিন্তু মেরামতের কোন উদ্যোগ নেই।

তিনি বলেন, প্রতিবাদ জানাতে আমরা প্রচণ্ড বৃষ্টির মধ্যে রাস্তাটি অবরোধ করি। পরে পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নিই। উল্লেখ্য, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ১৪ মাইল নামক স্থানের সড়ক এখন মরণ ফাঁদ। এই সড়কে সব ধরনের যান চলাচল করছে ঝুঁকি নিয়ে। রাস্তার কাজ শেষ না করায় ঝিনাইদহ সওজ বিভাগ ঠিকাদারকে ১৭ লাখ টাকা জরিমানা করেছে। ফলে ঠিকাদার উচ্চ আদালতে মামলা করায় রাস্তার কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম মোয়াজ্জেম হোসেন বলেন, দায়িত্বভার গ্রহণের পর বিষয়টি শুনেছি। তাৎক্ষনিক ভাবে পূর্বের ঠিকাদারের কাজ বাতিল করা হয়েছে এবং নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। দ্রুত সড়কটি সংস্কার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি খুব শিগগিরই সড়কটি চলাচলের উপযোগী করে তোলা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক অবরোধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ