আজ থেকে বাংলাভিশনে নতুন ধারাবাহিক পাগলা হাওয়া
আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘পাগলা হাওয়া’। বরজাহান হোসেন-এর রচনা এবং আশিক মাহমুদ রনি’র পরিচালনা ও মুসাফির রনি’র পর্ব পরিচালনায় নাটকটি প্রচারিত হবে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৮টা ১৫মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অপর্ণা ঘোষ, নাঈম, মৌটুসী বিশ্বাস, নোভা, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, চাঁদনী, অর্ষা, ড. ইনামূল হক, আমিরুল হক চৌধুরী, মুনিরা মিঠু, মাসুম আজিজ, নিমা রহমান, প্রাণ রায়, অ্যালেন শুভ্র, শামীমা তুষ্টি, শাহেদ আলী সুজন, আহসানুল হক মিনু, আবদুল্লাহ রানা, শবনম পারভীন,...