Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘শাকিলা’ বায়োপিকের জন্য গাইবেন রিচা চাদা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

রিচা চাদা চলচ্চিত্রে তার জন্য সম্ভব সব ধরনের ভূমিকায় সফলভাবে অভিনয় করে এ যাবত প্রশংসা পেয়ে এসেছেন। এবার তিনি তার আরেক প্রতিভা প্রকাশ করছেন। কিছুদিন আগে তিনি ড. জ্যুসের সঙ্গে ‘গাওয়ান্ডিয়ান’ টাইটেলের একটি পাঞ্জাবি গান গেয়েছেন। এটাই ছিল তার প্রথম পেশাদার পর্যায়ে গান গাওয়া আর তিনি এবং সঙ্গীত পরিচালক তার পারফরমেন্সে সন্তুষ্ট। ইতোপূর্বে সালমান খান, শ্রদ্ধা কাপুর এবং আলিয়া ভাটের মত বলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পীরা তাদের নিজের নিজের চলচ্চিত্রের জন্য কণ্ঠ দিয়েছেন। আর এবার রিচা চাদা ‘শাকিলা’ জীবনী চলচ্চিত্রের জন্য কণ্ঠ দেবেন। চলচ্চিত্রটিতে তিনিই দক্ষিণ ভারতের তারকা শাকিলার ভূমিকায় অভিনয় করছেন। সঙ্গীতে রিচার এই যে প্রথম পদচারণা তা কিন্তু নয়। কৈশোরে তিনি স্কুল কয়ারে গান গাইতেন এবং সেসময় তিনি কণ্ঠ সঙ্গীতে প্রশিক্ষণও নিয়েছেন। অভিনেত্রীর ঘনিষ্ঠ এক সূত্র বলেছে, “রিচা ‘গাওয়ান্ডিয়ান’ গানটি গাইবার পর সে যে চলচ্চিত্রগুলোতে কাজ করছে তার নির্মাতারা তাদের চলচ্চিত্রের জন্য গাইবার জন্য তাকে অনুরোধ করতে শুরু করেছে। তাদের বিশ্বাস রিচার সঙ্গীত প্রতিভা তাদের চলচ্চিত্রকে আরও সমৃদ্ধ করবে। শুরুতে তিনি শাকিলার জীবনী চলচ্চিত্রে একটি বিশেষ গানে কণ্ঠ দিতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র থেকে ফিরেই তিনি এই গানটি রেকর্ড করাবেন।”

 



 

Show all comments
  • Abu Faiz Bulbul ২০ অক্টোবর, ২০১৮, ৫:১৯ পিএম says : 0
    Good luck.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ