প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নাট্যসংগঠন স্বপ্নদলের দেশ-বিদেশে দর্শকনন্দিত প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’-র শততম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। বাদল সরকারের মূলরচনা অবলম্বনে যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’-র রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার শততম মঞ্চায়নকে শতভাগ পূর্ণতাপ্রদান করতে এ দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতিমন্ত্রী নাট্যজন আসাদুজ্জামান নূর। এছাড়াও স্বপ্নদলকে আশীর্বাদ জানাতে নাট্যজন রামেন্দু মজুমদারের সভাপতিত্বে মঞ্চায়নের পূর্ব অনুষ্ঠানে স্বপ্নদলের আজন্ম শুভাকাক্সক্ষী নাট্যজন মামুনুর রশীদ, নাট্যজন গোলাম কুদ্দুছ, নাট্যজন এস এম মহসীন, নাট্যজন লাকী ইনাম, নাট্যজন অধ্যাপক আব্দুস সেলিম, নাট্যজন কামাল বায়েজীদ, নাট্যজন আক্তারুজ্জামান, মূকাভিনয়জন রিজোয়ান রাজন প্রমুখ উপস্থিত থাকবেন। সম্প্রতি ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনটি জাপানের মূলধারার প্রধান নাট্যোৎসব ‘ফেস্টিভ্যাল/টোকিও ২০১৮’- মঞ্চায়নের জন্য আমন্ত্রিত হয়েছে এবং আগামী ৩রা ও ৪ঠা নভেম্বর স্বনামখ্যাত টোকিও মেট্রোপিলটন থিয়েটারের ‘থিয়েটার ওয়েস্ট’ অডিটোরিয়োমে ‘ত্রিংশ শতাব্দী’-র ১০১ ও ১০২তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ‘ফেস্টিভ্যাল/েেটাকিও ২০১৮’-এ অংশগ্রহণের জন্য স্বপ্নদলের ১৩জন সদস্য আগামী ৩০শে অক্টোবর জাপান ভ্রমণে যাত্রা করবেন। এরা হলেন জুয়েনা শবনম, ফজলে রাব্বি সুকর্ন, সামাদ ভূঞা, শিশির সিকদার, জেবুন নেসা, শাখাওয়াত শ্যামল, মেহেদী রানা, সোনালী রহমান, অর্ক অপু, নিসর্গ শবনম, অনিন্দ্য অন্তরিক্ষ, সুমাইয়া আক্তার ও জাহিদ রিপন। এর আগে প্রযোজনাটি দেশের পাশাপাশি যুক্তরাজ্যের লন্ডনে ইউরোপের স্বনামখ্যাত নাট্যোৎসব ‘এ সিজন অব বাংলা ড্রামা-২০১৫’, নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি)-তে অনুষ্ঠিত এশিয়ার বৃহত্তম ও মর্যাদাপূর্ণ ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ‘ভারত রঙ মহোৎসব-২০১৫’সহ ভারতের নানাস্থানে আমন্ত্রিত প্রদর্শনীর মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।