প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত সপ্তাহে মুক্তি পাওয়ার কথা ছিল ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত নায়ক সিনেমাটি। মুক্তি জটিলতায় সিনেমাটি শেষ পর্যন্ত পিছিয়ে যায়। অবশেষে আগামী ১৯ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। সিনেমাটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও প্রতিভাধর চিত্রনায়িক অধরা খান। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে অধরা খানের। এতে আরও অভিনয় করেছেন মৌসুমী, অমিত হাসান, আমান রেজা, নুসরাত জাহান পাপিয়া প্রমুখ। অধরা খান বললেন, প্রথমবার দর্শকের সামনে আসছি। আনন্দ লাগছে, কিছুটা ভয়ও পাচ্ছি। দর্শক আমাকে কীভাবে গ্রহণ করেন এটা ভেবে। তবে আমি আশাবাদী, দর্শক সিনেমাটি দেখে নিরাশ হবেন না। বাপ্পি চৌধুরী বললেন, দর্শক আমাকে এ সিনেমায় নতুনভাবে দেখতে পাবেন। এমন চরিত্রে আগে কখনও অভিনয় করিনি। আমিই নায়ক আবার আমিই ভিলেন। গল্প, লোকেশন, গান সব কিছুতেই নতুনত্ব পাবেন দর্শক। সিনেমাটি প্রযোজনা করছে জাদুর কাঠি মিডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।