প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নতুন চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা আইরিন ও চিত্রনায়ক ইমন। ইমেেপ্রস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটির নাম ‘আকাশ মহল’। পরিচালনা করছেন দেলায়ার জাহান ঝন্টু। সম্প্রতি এফডিসিতে সিনেমাটির শূটিং শুরু হয়েছে। ইমন বলেন, ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘দারুচিনি দ্বীপ’-এ অভিনয়ের মাধ্যমে আমার ফিল্ম ক্যারিয়ারে যাত্রা শুরু হয়। তারপর এ প্রতিষ্ঠানের কয়েকটি সিনেমায় অভিনয় করেছি। আমার বিশ্বাস, ‘আকাশ মহল’ খুব ভালো হবে। আইরিন বলেন, ইমপ্রেস টেলিফিল্ম এবং দেলোয়ার জাহান ঝন্টু ফিল্ম জগতে স্বনামধন্য। প্রথমবারের মতো তাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। মনে হচ্ছে ‘আকাশ মহল’ ছবিটা দর্শকদের উপভোগ করার মতো অনেক কিছুই থাকবে। এতে ড্যানি সিডাক-সহ আরো অনেকে অভিনয় করছেন। এফডিসির শুটিং শেষে গাজীপুর ও কক্সবাজারে সিনেমাটির শূটিং হবে। চলতি বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তি পেতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।