প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সংসার চলেনা, তবু গান চলে। অভাবে চোখে মুখে অন্ধকার নামে, তবু গানের ফেরিওয়ালা হয়ে অলি গলি শহর গ্রামে ঘুরে বেড়িয়েছেন। এমন একজন গান পাগলা গানওয়ালা হুমায়ুন কবির সরকার। ওস্তাদ হুমায়ুন সরকার নামে সবাই চেনে। তার সংসারের অন্ধকারের আলোকিত মুখ হুমায়ুন সরকারের সন্তান শারমিন। শারমিন চ্যানেল আই বাংলার গানের চ্যাম্পিয়ান। বাবা যেমন শত কষ্টে হাল ছাড়েননি, মেয়েও পিছিয়ে থাকেনি। সারাদেশের ৭৫ হাজার প্রতিযোগীকে টপকে এসেছেন ফাইনালে। হয়েছেন চ্যাম্পিয়ান। যার গলায় বাংলার গান, যার প্রাণে সুরের টান- সে কি আর দমে যায়। তিলে তিলে গড় স্বপ্ন এখন বাস্তবে রূপ লাভ করেছে। দেশের নামকরা বিচারকরা শারমিনের গানে মুগ্ধ হয়েছেন। দোয়া করেছেন। ১০ বছর আগের কথা। শারমিনের বাবা শুধু গান করে সংসার চালাতেন। গ্রামে শহরে যেখানে ডাক পড়তো, গান গেয়ে আসতেন। শারমিনকেও কিছু কিছু অনুষ্ঠানে নিয়ে যেতেন, বাবা মেয়ে একই স্টেজে গান করতেন। আর মা সংসার চালানোর জন্য মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করতেন। পরিবারে অভাব লেগেই থাকতো। নুন আনতে পান্তা ফুরায়Ñএমন কঠিন সময় ছিল। শারমিনের মা মানুষের বাড়িতে কাজ করে অল্প খাবার পেতেন, তা বাসায় এনে দুই ছেলে মেয়েকে ভাগ করে খাওয়াতেন। এতো অভাবে তবু গান ছাড়েননি শারমিন। হতাশ হননি। মা-বাবার স্বপ্ন পূরণে আশা রেখেছে, একদিন গান করে অনেক বড় সম্মান এনে দেবে। শারমিন সম্মান পেয়েছে। তবে অর্থ কষ্টে আছে তার পরিবার। শুধুমাত্র গান গেয়ে ঢাকা শহরে পুরো পরিবার চালানো কঠিন বিষয়। শারমিন বলেন, এখনো বাবা, মা অনেক কষ্ট করে সংসার চালাচ্ছেন। তবুও কখনো আমার গান অবহেলা করেননি। বাবা-মা উৎসাহ ও সাহস দিয়ে যাচ্ছেন, যেন গান নিয়ে সারাজীবন মানুষের মন জয় করতে পারি। শারমিনের বাবা হুমায়ুন সরকার একাধারে কন্ঠশিল্পী, সুরকার ও গীতিকার। একমাত্র ছোট ভাই রায়হান কবির সরকার পড়াশুনার পাশাপাশি মন্দিরা, তবলা, ঢোল বাজায়। কষ্টের মধ্যেও শারমিনের মা রহিমা বেগম সংসার টিকিয়ে রাখতে সংগ্রাম করছেন। এবার শারমিনের কাজের গল্পে আসি। এরইমধ্যে শারমিন ‘আলতা বানু’ সিনেমায় গান করে প্রশংসিত হয়েছেন। নতুন আরো কিছু সিনেমায় গান করছেন। এরইমধ্যে মাসুম আজিজের নতুন সিনেমা ‘সনাতনী গল্প’তে মাসুম আজিজের লেখা গানে কন্ঠ দিয়েছেন। নিয়মিত চিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানেও গান করছেন। তাছাড়া অডও ভিডিও গানে বাছাই করে কাজ করছেন। এ ধারাবহিকতায় ইউটিউবে প্রকাশ হয়েছে ‘কারে লইয়া ঘর বান্ধিলাম’ গানটির ভিডিও। খুব তাড়াতাড়ি আরেকটি গান আসবে। গানটির শিেেরানাম বাঁশী। শারমিনের নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে। ‘শারমিন বাংলার গান’ ইউটিউব চ্যানেলটি অফিসিয়াল করা হবে। নিয়মিত গান প্রকাশ করবেন নিজের চ্যানেলে। শারমিন তার বাবা হুমায়ুন সরকারের লেখা ও সুরে কিছু চমৎকার গানে কাজ কন্ঠ দিয়েছেন। এগুলো নামকরা অডিও কোম্পানী থেকে বড় আয়োজনে প্রকাশ পাবে বলে জানা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।