Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচবিবিতে ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের কারাদন্ড

পাঁচবিবি (জয়পুরহাট), উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৭, ৪:৫৭ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এম, এম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে উক্তত্যের অভিযোগে গোলাম রব্বানী (৪০) নামে এক স্কুল শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রবিবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী ভূমি কমিশনার এ কে এম হেদায়েতুল ইসলাম এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত স্কুল শিক্ষক পাঁচবিবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ও আয়মারসুলপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, শনিবার রাতে স্কুল ছাত্রীটির মোবাইলে ম্যাসেজের মাধ্যমে বিভিন্ন রকম অশ্লীল ভাষা ব্যবহার করে কু-প্রস্তাব দেয় স্কুল শিক্ষক , বিষয়টি ছাত্রী তার অভিভাবককে জানানোর পর রাতেই তারা পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিলে গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়, সকালে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করে মহামান্য আদালত।

উল্লেখ থাকে যে,ছাত্রীটি উল্লেখিত স্কুল শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার সময়ও সে বিভিন্ন রকম কু-প্রস্তাব দিয়ে আসছিল বলে ওসি আরও জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদন্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ