বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুরের জেলা কারাগারের হত্যা ও মাদক মামলার বিচারাধীন এক হাজতির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটছে আজ ১২ অক্টোবর ভোররাতে। মৃত হাজতির নাম শামিম মিয়া-(৩২) সে ঝিনাইগাতী পূর্ব বাকাকুড়া গ্রামের ওবায়েদ আলীর ছেলে বলে পুলিশ জানায়।
কারাগার কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, ২০১৫ সালের একটি হত্যা মামলায় আদালতে হাজিরা দেওয়ার পর শামিমকে গত ১৫ দিন আগে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তার পর থেকে শামিম কারাগারে রয়েছেন। আজ ভোররাতে শামিমের শ্বাস কস্ট শুরু হলে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে শামিম সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এদিকে কারাগারের জেলার ইসমাইল হোসেন মোবাইলে জানান, গতকাল এই মামলায় শামিমের জামিন মঞ্জুর করেছিল আদালত আজ তার ছাড়া পাওয়ার কথা ছিল।
এদিকে জেলা কারাগারে ১শ জন ধারণ ক্ষমতা থাকলেও বর্তমানে আছে ৫শ ৪ জন। গাদাগাদি করে থাকা ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে তার এ মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।