Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে ইসলামিক স্টেটকে সাহায্য করছে মার্কিন সেনা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

কারজাইয়ের অভিযোগ
আফগানিস্তানে ইসলামিক স্টেটকে সাহায্য করছে মার্কিন সেনা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই। লন্ডনে রাশিয়া টুডে-কে দেওয়া একটি সাক্ষাত্কারে তাকে প্রশ্ন করা হয়, দায়েশ বা আইসিস-কে কি ব্যবহার করছে মার্কিন সেনা? প্রাক্তন আফগান প্রেসিডেন্টের জবাব, আমারও তাই সন্দেহ। আফগান লোকেরাই আমায় বলেছে, জঙ্গিদের হেলিকপ্টার দেওয়া হয়েছে। শুধু একটা অংশে নয়, গোটা দেশেই জঙ্গিদের হাতে হেলিকপ্টার তুলে দিয়েছে মার্কিন সেনা। তার দাবি, মার্কিন সেনা ও সিআইএ-র ছত্রছায়ায় গোটা দেশে ছড়িয়ে গিয়েছে সন্ত্রাসবাদীরা। অথচ সন্ত্রাস রুখতে কয়েক বিলিয়ন ডলার খরচ করছে আমেরিকা। তা সত্তে¡ও আফগান জঙ্গিরা ৯/১১-র পর থেকে আরও শক্তিশালী হয়েছে। কারজাইয়ের কথায়, বোমার আঘাতে আমার দেশ ধ্বংস হয়ে যাক, সেটা আমি চাই না। আমরা শান্তি চাই। তার আরও দাবি, বিশ্বের শক্তিশালী বোমা ফেলে আফগানিস্তান থেকে জঙ্গি নির্মূল করতে চাওয়া আমেরিকার আসল উদ্দেশ্য ছিল না। এর পিছনে অন্য কারণ ছিল। উত্তর কোরিয়াকে ক্ষমতা দেখাতে এটা করেছিল তারা। কয়েকজন মারার জন্য কেউ বোমা ফেলে না। সূত্র : জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ