গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর যাত্রাবাড়ী মীরহাজিরবাগ এলাকায় দুই বাসের চাপায় জাহিদুল ইসলাম (৪০) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন।
সোমবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সকাল ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত জাহিদুল নড়াইল নড়াগাতি উপজেলার পহরডাঙ্গা গ্রামের সৈয়দ শেখের ছেলে। বর্তমানে রামপুরা বাজার হাই স্কুল গলিতে স্ত্রী ফরিদা পারভীন ও দুই সন্তান কে নিয়ে ভাড়া থাকতো।
তার সহকর্মী কামরুল ইসলাম জানান, তার সিএনজি মীরহাজিরবাগের গ্যারেজে রেখে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের চাপায় গুরুতর আহত হন তিনি।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।