Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামী-সন্তানের সামনেই গণধর্ষণ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরে একটি আখক্ষেতে নিয়ে এক নারীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রাজ্যের মুজাফফরনগরে স্বামী ও তিন মাস বয়সী শিশুসন্তানের সামনেই ৩০ বছর বয়সী এক নারীকে চারজন মিলে গণধর্ষণ করেছে। গত শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। এনডিটিভির খবরে বলা হয়, ওই নারী ও তাঁর স্বামী (৩৫) শিশুসন্তানকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে গাড়িতে আসা সশস্ত্র চারজন লোক তাদের পথরোধ করে। একপর্যায়ে তারা ওই নারীর কোল থেকে শিশুটিকে কেড়ে নিয়ে তাঁর স্বামীকে মারধর করতে থাকে। এর পর তারা ওই নারীকে পার্শ্ববর্তী একটি আখক্ষেতে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, চারজন স্বামীকে বেঁধে ওই নারীকে ধর্ষণ করতে থাকে। তারা শিশুটিকে হত্যার হুমকি দিতে থাকে। পরে ধর্ষণ শেষে বিষয়টি কাউকে না জানানোর হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এএনআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ