Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাইক্রোবাসে তুলে ধর্ষণ শেষে নিক্ষেপ তরুণীকে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২৩, ৮:৩৫ এএম

কুমিল্লায় কিশোরীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ শেষে ফেলে দেওয়া হয়। তার মায়ের মামলায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তিন যুবককে শনিবার বিচারক কারাগারে প্রেরণ করেছেন।

গ্রেফতারকৃতরা হল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাইন্না শিকারপুর গ্রামের মনির হোসেনের ছেলে রাকিব হোসেন (২০), চৌধুরী খোলা গ্রামের হাবিব উল্লার ছেলে মুক্তার হোসেন (২৮) ও রাজার খোলা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে জহিরুল ইসলাম (২৭)। পুলিশ জানায়, গত ২৭ ডিসেম্বর জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার নিমসার বাজার সংলগ্ন পরিহলপাড়া এলাকার একটি কবরস্থান থেকে মুমূর্ষু অবস্থায় ১৬ বছরের এক কিশোরীকে উদ্ধার করা হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোরী জানায়, তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার সদর থানা এলাকায়। তাকে একটি মাইক্রোবাসে তুলে তিনজন অজ্ঞাতনামা লোক বিভিন্ন স্থানে ঘুরে এক পর্যায়ে ধর্ষণ করে। পরে পরিহলপাড়া এলাকায় ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বুড়িচং থানায় মামলা করেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, শুক্রবার রাতে জেলার সদর দক্ষিণ এলাকায় অভিযান চালিয়ে ৩ আসামিকে আটক করা হয়। গ্রেফতার ৩ আসামিকে গতকাল বিকালে কুমিল্লার আদালতে হাজির করলে তারা ধর্ষণের কথা শিকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



 

Show all comments
  • hassan ৮ জানুয়ারি, ২০২৩, ১২:১০ পিএম says : 0
    আল্লাহর আইন দিয়ে দেশ শাসন করা হলে ধর্ষণ তো দূরে থাক কোন নারীর দিকে কোন পুরুষ চোখ তুলে তাকাতে সাহস পেত না দেশ চলে আল্লাহ দ্রোহী দেশদ্রোহী সরকারের দ্বারা এইজন্যই জনগণ যা ইচ্ছা তাই করে কারণ সরকারি তো যা ইচ্ছা তাই করে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ