গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বিদেশে পালানোর সময় ধর্ষণ মামলার এক জন এজাহারভুক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১। গ্রেপ্তারের নাম- মো. রনি হোসেন (৩৫)। শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়৷
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর অধিনায়ক লে.কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন।
তিনি জানান, ২০২২ সালে জয়পুরহাট জেলার সদর থানায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামী বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ঢাকা আর্ন্তজাতিক বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামী রনি হোসেনকে গ্রেপ্তারর করে।
র্যাব-১ এর অধিনায়ক বলেন, এ সময় তার কাছ থেকে ১ টি পাসপোর্ট, ১ টি বিমানের টিকেট, ১ টি মোবাইল ফোন, ১ টি সীম কার্ড এবং নগদ ৮৯০টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামীমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।