Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীর সীমান্তে তিন ভারতীয় সেনা নিহত

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আজাদ কাশ্মীর ও জম্মু-কাশ্মীরের সীমান্তে দুইপক্ষের গোলাগুলিতে তিন ভারতীয় সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতীয় সেনাদের গুলিবর্ষণের জবাবে পাক সেনারা গুলিবর্ষণ করলে এই ঘটনা ঘটে বলে গত বুধবার পাকিস্তান আইএসপিআর থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়। জিও নিউজের খবরে বলা হয়, আজাদ কাশ্মীরে বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু করে ভারতীয় সেনাবাহিনী গুলি করলে দুইজন শিশু নিহত হয়। আইএসপিআর জানায়, রাওয়ালকোট ও চিরিকোট অঞ্চলে নিয়ন্ত্রণ রেখা (লাইন অফ কনট্রোল) বরাবর কাকুটা, চাফর, সিরিয়ান এবং নারকোট গ্রামের বেসামরিক নাগরিকদের উপর বিনা উস্কানিতে ভারতীয় সেনারা গুলি চালায়। সেখানে পাকিস্তান ও ভারতীয় সেনা পোস্টগুলোতে কার্যত যুদ্ধাবস্থা বিরাজ করছে। গুলি বিনিময়ে তিন ভারতীয় সেনা নিহত এবং ৫ জন আহত হয়েছে বলে আইএসপিআর দাবি করে। আর, ভারতীয় সেনাদের গুলিতে সীমান্তবর্তী গ্রামের সখি কিয়ানিতে দুই শিশু নিহত হয়। এদিকে, জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখাজুড়ে সার্জিকাল স্ট্রাইক চালানোর হুমকি ও এর পুনরাবৃত্তির বিরুদ্ধে ভারতকে কঠোরভাবে সতর্ক করেন। লোদি বলেন, ভারতের যে কোনো হামলার সমুচিত জবাব দেবে পাকিস্তান। জিও নিউজ।



 

Show all comments
  • Al Mahmud ৬ অক্টোবর, ২০১৭, ১১:০৩ এএম says : 0
    ভারতিয়রা শুধু বাংলাদেশের সাথেই পারে !
    Total Reply(0) Reply
  • সিয়াম খান জয় ২৫ আগস্ট, ২০১৮, ১২:৪৯ পিএম says : 0
    আমি কি সেনাবাহিনী হতে পারি,,, আমার দক্ষতা আছে,,, কিন্তু একটা সমস্যা আছে,,,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ