Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী কলেজ শীর্ষে

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো
আবারো ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ শীর্ষস্থান দখল করল। জাতীয় পর্যায়ে সেরা পাঁচ কলেজের তালিকায় এবারও প্রথম হয়েছে রাজশাহী কলেজ। মোট স্কোর ৬৮.১৬। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের মধ্যে সেরা ৭৬৮টি কলেজের নাম ঘোষণা করা হয়ছে। রাজধানীর ধানমন্ডির জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাব অফিসের আয়োজিত শিক্ষা সমাবেশ, রজতজয়ন্তী ও কলেজ র‌্যাংকিং অনুষ্ঠানে এই ঘোষণা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হারুন-অর-রশিদ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাবি অনুযায়ী ‘এই র‌্যাংকিং কলেজগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে শিক্ষার সার্বিক মানোন্নয়নে ভ‚মিকা রাখবে।’ দ্বিতীয়বারের মতো স্নাতক (সম্মান) ও মাস্টার্স কলেজের মধ্যে এই র‌্যাংকিং করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর নাম কলেজ র‌্যাংকিং ২০১৬।
জাতীয় পর্যায়ে সেরা পাঁচ কলেজের তালিকায় এবারও প্রথম হয়েছে রাজশাহী কলেজ। মোট স্কোর ৬৮.১৬। দ্বিতীয় সরকারি এডওয়ার্ড কলেজ (৬৪.৩২)। তৃতীয় সরকারি কারমাইকেল কলেজ (৬৪.০৫)। চতুর্থ সরকারি বিএম কলেজ (৬৩.৯৩) এবং ৬৩.৭০ স্কোর নিয়ে পঞ্চম হয়েছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ। র‌্যাংকিংয়ের জন্য মোট ৩১টি সূচকে ১০০ নম্বর বরাদ্দ হয় রাজশাহী কলেজের এমন সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী সবাই খুশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ