বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী নগরীর সোনাদিঘীর মোড়ে আজ দুপুরে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। এ সমাবেশে বিভাগের আট জেলা থেকে অন্তত একলাখ নেতাকর্মী অংশ নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি নেতারা। নগরীর কোনো মাঠে এ সমাবেশের জন্য অনুমতি না পেলেও সোনাদিঘী মোড়ের তিন রাস্তাকেন্দ্রী এটি অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস প্রধান অতিথি থাকবেন। এছাড়াও রাজশাহীসহ আট জেলার নেতারা উপস্থিত থাকবেন।
রাজশাহী মহানগর বিএনপির নেতারা বলেন, বিভাগীয় সমাবেশের জন্য আমরা মাদ্রাসা মাঠ চেয়েছিলাম। কিন্তু সেটি দেওয়া হয়নি। নগরীর সোনা দিঘীর মোড়ে অনুমোদন দেওয়া হয়েছে। এখানেই আমারা লক্ষাধিক মানুষে সমাবেশ করবো।
এদিকে, বিএনপির এ সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা তৎপরতা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।