মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার একটি আদালত বিক্ষোভ সমাবেশের আইন লঙ্ঘনের অপরাধে সেদেশের প্রধান বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি ন্যাভালনিকে ২০ দিনের কারাদন্ড দিয়েছে। তিন দিন আগে সরকার বিরোধী একটি বিক্ষোভ সমাবেশে যোগ দেয়ার জন্য নিজের বাসভবন থেকে বের হওয়ার পর পুলিশ ৪১ বছর বয়সি এই নেতাকে আটক করে। তিনি রাজধানী মস্কো থেকে প্রাদেশিক শহর নিঝনি নোভগোরোদে গিয়ে একটি সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে চেয়েছিলেন। পুলিশ জানিয়েছে, একটি বেআইনি সমাবেশে যোগদান করতে যাওয়ার প্রচেষ্টাকালে তাকে আটক করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক ন্যাভালনি ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করবেন বলে ঘোষণা করেছেন। তবে রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন এরইমধ্যে বলে দিয়েছে, তিনি ফৌজদারি মামলায় স্থগিত দন্ডাদেশ পেয়েছেন বলে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করতে পারবেন না। তাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।