Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্সাকে জেতালো প্রতিপক্ষ

| প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ঘরোয়া লিগের সেই পারফরম্যান্স চ্যাম্পিয়ন্স লিগে বয়ে আনতে পারল না বার্সেলোনা। পরশু পর্তুগিজ প্রতিপক্ষ স্পোর্টিং এফসির বিপক্ষে মাঠে আধিপত্য দেখিয়ে জয় তারা পেয়েছে ঠিকই কিন্তু ১-০ ব্যবধানের এই জয় মেসি-সুয়ারেজদের নামের পাশে বড্ড বেমানান। একমাত্র গোলটিও যে প্রতিপক্ষের কাছ থেকে পাওয়া উপহার!
তবে আত্মঘাতী হলেও গোলের কৃতিত্ব কিন্তু লিওনেল মেসিরই। দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টাইন তারকার দুর্দান্ত ফ্রি-কিক উরুগুয়ের সেন্টার ব্যাক সেবাস্টিয়ান কোটসের বুকে লেগে বল জালে জড়ায়। আর এতেই কপাল খুলে যায় বার্সার। এর আগে প্রথমার্ধে গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি মেসি-সুয়ারেজরা। ম্যাচের কোন সময়ই মনে হয়নি বার্সা গোল পাবে না। এরপরও গোলের হাহাকার নিয়েই মাঠ ছাড়তে হয় আর্নেস্তো ভালভার্দের শিষ্যদের।
ভালভার্দেও জানতেন ম্যাচটা সহজ হবে না, ‘ আমাদের শুরুটা ভাল হয়েছিল। প্রথমার্ধে আধিপত্যও ছিল। কিন্তু গোলের পরে ১০ থেকে ১৫ মিনিট তারা চাপে রাখে। চ্যাম্পিয়নস লিগ এমনই, এখানে প্রতিটি ম্যাচেই কষ্ট করে জিততে হয়।’
এই ম্যাচের মাধ্যমে মেসি বার্সেলোনার দীর্ঘদিনের অধিনায়ক কার্লোস পুয়লের সাথে তৃতীয় সর্বোচ্চ ৫৯৩ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেন। ৭৬৭ ম্যাচ খেলে এই তালিকার শীর্ষে জাভি, ৬৩৮ ম্যাচ খেলে পরের অবস্থানে আন্দ্রেস ইনিয়েস্তা। ইউরোপীয়ান প্রতিযোগিতায় শততম গোলের রেকর্ড থেকে আর মাত্র একটি গোল দুরে রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।
কষ্টের জয় হলেও দুই ম্যাচে পূর্ণ জয়ে গ্রæপ ‘ডি’র শীর্ষেই থাকলো কাতালান জায়ান্টরা। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্পোর্টিং। গ্রæপ পর্বের প্রথম ম্যাচে বার্সেলোনার কাছে ৩-০ গোলে হারা জুভেন্টাসের সংগ্রহও সমান ৩ পয়েন্ট। তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা। পরশু একই দিনে গঞ্জালো হিগুয়েইন ও মানজুকিচের গোলে অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারায় ইতালিয়ান জায়ান্টরা।
চ্যাম্পিয়নস লিগের এদিন সবচেয়ে হেভিওয়েট লড়াইটা ছিল প্যারিসে। যেখানে স্বাগতিকদের কঠিন প্রতিপক্ষ হিসেবে ছিল বায়ার্ন মিউনিখ। তবে তার চেয়েও বড় চ্যালেঞ্জ ছিল ‘পেনাল্টি কান্ড’র পর থেকে টালমাটাল ড্রেসিংরুমটা কিভাবে সামলান পিএসজি কোচ উনায় এমিরি। দুটোতেই সফল পিএসজি। গোল পেয়েছেন নেইমার-কাভানি দুজনেই। দলও জয় পেয়েছে ৩-০ গোলের।
তবে শুরুটা ছিল ম্যাচের মাত্র ৮৬ সেকেন্ডের মাথায় দুর্দান্ত এক আক্রমণে নেইমারের বাড়ানো বল থেকে দনি আলভেজের করা গোলের মাধ্যমে। এই গোলই যেন আত্মবিশ্বাসী করে তোলে পিএসজিকে। সেই ধারাবাহীকতায় শক্তিশালী বায়ার্ন মিউনিখকেও তারা উড়িয়ে দেয় ৩-০ গোলে। ম্যাচ শেষে বায়ার্ন কোচ কালো আনচেলত্তিও স্বীকার করেছেন, ‘শুরুর গোলটিই আমাদের ম্যাচ থেকে ছিটকে ফেলে দেয়।’ পিএসজির এই জয় শিরোপা প্রত্যাশী দলগুলোর প্রতি এক সতর্ক বার্তাও বটে। ২০১৫ সালের মে মাসে বার্সেলোনার কাছে সেমিফাইনালে এই একই ব্যবধানে পরাজয়ের পরে এই প্রথম চ্যাম্পিয়নস লিগে এত বড় ব্যবধানে পরাজিত হলো জার্মান চ্যাম্পিয়নরা।
দুই ম্যাচে শতভাগ জয় নিয়ে ৬ পয়েন্টসহ গ্রæপ ‘বি’র শীর্ষ দল এখন ফ্রেঞ্চ জায়ান্টরা। দুই ম্যাচে তারা ৮ গোল দিলেও একটি গোলও হজম করেনি। অন্যদিকে সেলটিকের সাথে একটি জয় নিয়ে গ্রæপের দ্বিতীয় স্থানে বায়ার্ন। গ্রæপের অপর ম্যাচে এদিন সেলটিক ৩-০ গোলে বেলজিয়ামের ক্লাব আন্ডারলেখকে পরাজিত করে।
ওদিকে রোমেলু লুকাকুর জোড়া গোলে সিএসকেএ মস্কোকে তাদেরই মাঠে ধরাশায়ী করে ম্যানচেস্টার ইউনাইটেড। স্বাগতিকদের ৪-১ গোলে হারায় হোসে মরিনহোর দল। ফলে দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রæপের শীর্ষে রেড ডেভিলরা। তালিকার দ্বিতীয় স্থানে এদিন বেনফিকাকে ৫-০ উড়িয়ে দেওয়া বাসেল। ১৯৭৩ সালের পর আসরে এটাই তাদের সবচেয়ে বড় জয়।
নজর ছিল মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিটনের দিকেও। যেখানে স্বাগতিক অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ ছিল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি। সেখান থেকে দুর্দান্ত এক জয় নিয়ে ফিরেছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। আসরে ১২ ম্যাচ পর নিজেদের মাঠে হারল অ্যাটলেটিকো। ৯৪তম মিনিটে ২-১ ব্যবধানের জয়সূচক গোলটি করেন বেলজিয়ান ফরোয়ার্ড মিখি বাতসুয়াই। ফলে দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রæপের শীর্ষেই রইল অ্যান্তোনিও কোন্তের দল। কারাবাগকে তাদেরই মাঠে ২-১ গোলে হারানো রোমা ৪ পয়ন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে। অ্যাটলেটিকোর সংগ্রহ মাত্র ১ পয়েন্ট।
এক নজরে ফল
কারাগাগ ১-২ রোমা
বাসেল ৫-০ বেনফিকা
মস্কো ১-৪ ম্যান ইউ
পিএসজি ৩-০ বায়ার্ন
আন্ডারলেখ ০-৩ সেল্টিক
অ্যাট. মাদ্রিদ ১-২ চেলসি
জুভেন্টাস ২-০ অলিম্পিয়াকস
স্পোর্টিং ০-১ বার্সেলোনা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্সা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ