নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দীর্ঘদিন এক ক্লাবে খেলার পর নতুন ঠিকানায়, বিশেষ করে অন্য দেশের লিগে মানিয়ে নেওয়া অনেকের জন্যই কঠিন হয়ে পড়ে। তবে রবার্ট লেভান্দোভস্কির ক্ষেত্রে বিষয়টা আলাদা বলেই মনে হচ্ছে। বার্সেলোনা শিবিরে যোগ দেওয়ার সপ্তাহখানেকের মধ্যেই পোলিশ তারকা দারুণ আত্মবিশ্বাসী এবং নতুন পরিবেশে স্বচ্ছন্দ হয়ে উঠেছেন। বার্সেলোনার সঙ্গে তার চুক্তির আনুষ্ঠানিক খবর এসেছে মাত্র দিন চারেক হলো। এর মধ্যেই কিনা লেভান্দোভস্কির মনে হতে শুরু করেছে, এখানে অনেক দিন আছেন তিনি।
যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ সময় গতপরশু সকালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রীতি ম্যাচে বার্সেলোনার হয়ে প্রথম মাঠে নামেন লেভান্দোভস্কি। রাফিনিয়ার একমাত্র গোলে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ১-০ গোল জেতে জাভি হর্নান্দেসের দল। ম্যাচের দিন পরে ‘বার্সা টিভি’ ও ‘টিভি থ্রি’কে আত্মবিশ্বাসী লেভান্দোভস্কি বলেন, নতুন ক্লাবে খুব ভালো অনুভব করছেন তিনি, ‘আমাদের চোখ এখন পরের ম্যাচের, পরবর্তী অনুশীলন সেশনে। কারণ আমাদের মনে হচ্ছে, দারুণ কিছু আসছে। এখানে আসতে পেরে, এই দলের অংশ হতে পেরে আমি খুব খুশি। আমার মনেই হচ্ছে না যে এখানে মাত্র কয়েক দিন এসেছি, অনুভূতি হচ্ছে যেন অনেক মাস ধরে আছি। সতীর্থ ও স্টাফরা অনেক সাহায্য করছে। আমি ধাপে ধাপে এগোতে চাই। এই দলে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে, কারণ আমি এখানে আসায় আমার সতীর্থরা খুশি হয়েছে। এখানে আমার মানিয়ে নেওয়া সহজ হবে, কারণ বার্সেলোনা সবসময় অনেক গোল করার লক্ষ্যে আক্রমণাত্মক খেলে।’
গত দুইবারের ফিফা বর্ষসেরা লেভান্দোভস্কি কয়েক মৌসুম ধরে হয়ে উঠেছেন যেন গোল মেশিন। বায়ার্নের জার্সিতে মাঠে নামলেই তার গোল করাটা ছিল নিয়মিত দৃশ্য। বার্সেলোনার জার্সিতে শুরুর দিনে গোল না পেলেও দলের জয়ে দারুণ খুশি তিনি, ‘যদিও প্রীতি ম্যাচ ছিল, তারপরও ক্লাসিকো তো ক্লাসিকোই এবং এটা সবসময়ই ভিন্ন ও বিশেষ কিছু। ম্যাচে আমরা যে মানের ফুটবল খেলতে পেরেছি, তাতে আমরা খুশি। আমরা সবসময় জয়ের কথা ভাবি। সামনে তাকানোর সুযোগ ও সামর্থ্য আমাদের আছে এবং আমাদের বিশ্বাস, আসছে মৌসুমটা আমাদের জন্য খুব ভালো হতে যাচ্ছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।