Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মায়ানমারে মানবতা বিলীন হচ্ছে পাশবিকতায় -মাও: ইসমাইল নূরপুরী

| প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ প্রদর্শন করেছে নরসিংদী জেলা ইমাম পরিষদ। বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন ইমাম পরিষদের সভাপতি মাওলানা ইসমাইল নূরপুরী। মিছিলোত্তর সমাবেশে মাওলানা ইসমাইল নুরপুরী বলেন, মায়ানমারে মানবতা এখন বিধ্বস্ত। মানুষ ও মানবতার কোন মুল্য সেখানে নেই। সেখানে মানুষকে পশুর মত হত্যা করা হচ্ছে। মানুষকে যেভাবে জীবিত অবস্থায় অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে হত্যা করা হচ্ছে এভাবে কোন জানোয়ারকেও হত্যা করা হয় না। মায়ানমারের অং শান সুচির ও তার সেনাবাহিনী মানবতাকে পাশবিকতার মধ্যে বিলীন করে দিয়েছে। অথচ মানবতাবাদীরা টু শব্দটিও করছে না। তিনি বলেন মানুষ নামের এসব পশুরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। আমরা যদি এই পাশবিকতার প্রতিবাদ না করি সে গজব থেকে কেউ রক্ষা পাবো না। তিনি রোহিঙ্গা গণহত্যা বন্ধে জাতিসংঘসহ বিশ্ব বিবেককে এগিয়ে আসার আহবান জানান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইমাম পরিষদের সহ-সভাপতি মুফতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বারী, পরিষদ নেতা মুফতি ওয়ালিউল্লাহ, মাওলানা ফায়জুল্লাহ করিম, মাওলানা কাজী সলিমুল্লাহ। মিছিলটি নরসিংদী পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে নরসিংদী রেলস্টেশনের গিয়ে শেষ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মায়ানমার

২২ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ