মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মায়ানমারের ইয়াঙ্গুন বন্দরের কাছে নোঙর করেছে ভারতের দুটি যুদ্ধজাহাজ। গত মঙ্গলবার জাহাজ দুটি বঙ্গোপসাগরের মায়ানমার সীমান্তে নোঙর করে। খবরে বলা হয়, আইএনএস সরযু এবং আইএনএস বিত্রা নামের ভারতীয় নৌবাহিনীর জাহাজ দুটি মোট ১৭৪ জন নাবিক নিয়ে সেখানে অবস্থান করছে। জাহাজ দুটির নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার শ্রীকুমার পিল্লাক। মোট তিনদিন এই জাহাজ দুটি মিয়ানমারের জলসীমায় অবস্থান করার কথা রয়েছে। এর আগে গত জানুয়ারি মাসে ১১ কর্মকর্তা ও ৯৫ জন নাবিক নিয়ে ভারতের কোস্টগার্ডের একটি জাহাজও মিয়ানমারে এসেছিল। এদিকে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, এই যুদ্ধজাহাজ দুটি মিয়ানমার সীমান্তে উপস্থিত হওয়ায় বেশ উদ্বিগ্ন চীন। গতকাল থেকে জাহাজ দুটির সব কর্মকা-ের ওপর সতর্ক দৃষ্টি রাখছে তারা। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।